সমস্যার সমাধান করতে এই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ইস্তফা দিতে চান সৌরভ গাঙ্গুলি ! 1

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপদেষ্টা মন্ডলীর কমিটি থেকে সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। কিন্তু হঠাৎ কেন এমন চিন্তা-ভাবনা করলেন দাদা। শোনা গেছে বিসিসিআই সি ইও রাহুল জোহরি বোর্ডের তরফে আইনজীবী ডি. কে জাইন কে সৌরভের দ্বৈত ভূমিকার বিষয়টিকে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন। কারন উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়ার পাশাপাশি এবারের আইপিএলে দিল্লি ক‍্যাপিটালস এর উপদেষ্টার ভূমিকায় আছেন সৌরভ।

সমস্যার সমাধান করতে এই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ইস্তফা দিতে চান সৌরভ গাঙ্গুলি ! 2

প্রসঙ্গত, সি এ বির প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন সৌরভ এবং সূত্রের খবর অনুযায়ী তিনি এই বিষয়টিকে তেমন জটিল ভাবে দেখতে চাইছেন না। তাই এ্যাডভাইসারি কমিটি থেকে সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। এই কমিটিতে তিনি ছাড়াও রয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের উপদেষ্টা শচীন তেন্ডুলকর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের উপদেষ্টা ভি ভি এস লক্ষন।

প্রসঙ্গত, সৌরভ কে শেষ বার ” সি এ সি “ এর মিটিংয়ে দেখা গেছে ২০১৭ সালের চ‍্যাপিয়ন্স ট্রফির পরবর্তী সময়ে। কারন ছিল রবি শাস্ত্রীর কোচ হিসেবে নির্বাচন। যদিও সাম্প্রতিক সময়ের এই কমিটির কোনও প্রকার মিটিং হয়নি। তবে ঘনিষ্ঠ মহলের সৌরভ জানিয়েছেন তিনি এই বিষয়টিকে নিয়ে বিশেষ কোনও জলঘোলা করতে চাইছেন না, এমন কোনও রকম জটিলতা সৃষ্টির আগেই এই কমিটি থেকে ইস্তফা দিতে চান তিনি।এমনটাই জানা গিয়েছে সূত্রের খবরে।

সমস্যার সমাধান করতে এই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ইস্তফা দিতে চান সৌরভ গাঙ্গুলি ! 3অন‍্যদিকে ইতিমধ্যে সৌরভের কাছে উত্তর চেয়ে চিঠি পাঠিয়েছেন আইনজীবী কে. জাইন। ইতিমধ্যে দাদার বিরুদ্ধে তার কাছে অভিযোগ গেছে তিনটি। রনজিৎ শীল, অভিজিৎ মুখোপাধ্যায় এবং ভাস্বতী সুতিয়ার প্রশ্ন সি এ বির প্রেসিডেন্ট হয়েও কিভাবে কলকাতা দিল্লির ম‍্যাচ চলাকালীন তিনি দিল্লির ডাগ আউটে বসে থাকেন ? জইনের তরফে আগামী ২০ শে এপ্রিলের মধ্যে জবাব চাওয়া হয়েছে দাদার কাছে। আর ওইদিন ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামছে “দিল্লি ক‍্যাপিটালস “।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *