নভদীপ সাইনির পরিবর্তে এই তারকা বোলারকে তৃতীয় পেসার হিসেবে চাইছেন সঞ্জয় মাঞ্জরেকর 1

গত শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পর্যদুস্ত হয় ভারতীয় দল। ঐতিহ্যশালী সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় বোলারদের পিটিয়ে ছাতু করে দিয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। এমনকি, রবিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও একই অবস্থা হয়েছে ভারতীয় বোলারদের। প্রথম ওয়ানডে ম্যাচে যেখানে অস্ট্রেলিয়া ৩৭৪ রান তুলেছিল, দ্বিতীয় ম্যাচ তার থেকে বেড়ে ৩৮৯ রানের পাহাড় প্রমাণ স্কোর খাঁড়া করেছিল অস্ট্রেলিয়া।

India vs Australia 2nd ODI: Centurion Steve Smith Powers Aussies to Mammoth  389/4 as Indian Bowlers Disappoint Again

আর সিরিজের এই দুই ম্যাচেই ভারতীয় পেসারদের মধ্যে প্রত্যেকেই, অর্থাৎ জসপ্রীত বুমরাহ, নভদীপ সাইনি এবং মহম্মদ শামি মার খেয়েছেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, সব থেকে বেশি রান খুইয়েছেন তরুণ পেসার নভদীপ সাইনি। প্রথম ম্যাচে ১০ ওভার বল করে ৮৩ রান দিয়ে কেবল একটিই উইকেট নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে নিজের পুরো ১০ ওভারের কোটাটিও পূরণ করতে পারেননি সাইনি। সাত ওভারে ৭০ রান খেয়েছেন দ্বিতীয় ওয়ানডে ম্যাচে।

Navdeep Saini (@navdeepsaini96) | Twitter

এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি আন্তর্জাতিক স্তরের জন্য এখনও তৈরি হননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই তরুণ পেসার? এই নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিশেষজ্ঞরা সকলেই আলোচনা শুরু করে দিয়েছেন। এবার এই নিয়ে নিজের মতামত পেশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর। এই মুহুর্তে অস্ট্রেলিয়ায় ধারাভাষ্যের জন্য রয়েছেন, এবং কমেন্ট্রি বক্স থেকে দেখেছেন সাইনির এই পারফর্মেন্স। এবং বলা ভালো, সাইনির খেলায় মন ভরেনি মাঞ্জরেকরের। এবার টুইটারে এক নেটিজেন তাকে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, নভদীপ সাইনির পরিবর্তে এই তারকা বোলারকে তৃতীয় পেসার হিসেবে খেলানো উচিত।

নভদীপ সাইনির পরিবর্তে এই তারকা বোলারকে তৃতীয় পেসার হিসেবে চাইছেন সঞ্জয় মাঞ্জরেকর 2

প্রথম একদিনের ম্যাচে হারের পর এক নেটিজেন হর্ষ ভোগলে এবং সঞ্জয় মাঞ্জরেকরকে মেনশন করে টুইটে লেখেন, “আন্তর্জাতিক ম্যাচে ভারতের এটি টানা ষষ্ঠ হার। ভারত একজন ভালো মানের সুইং বোলার মিস করেছে। আমার মনে হয় দীপক চাহার এই উইকেটে একেবারে উপযুক্ত হতেন। নির্বাচকদের ওনাকে ওডিআই টিমেও আনা উচিত।” এরপর সেই টুইটের জবাবে সঞ্জয় মাঞ্জরেকর লেখেন, “একশো শতাংশ সহমত। জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামিকে সঙ্গত দেওয়ার জন্য দীপক চাহারকে প্রয়োজন। যেরকম আগে ভুবি (ভুবনেশ্বর কুমার) ছিলেন। নতুন বলে একজন উইকেট টেকার হওয়ার ক্ষমতা রয়েছে চাহারের।”

সদ্য সমাপ্ত আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে নতুন বলে বেশ ভালো পারফর্ম করেছেন দীপক চাহার। স্বল্প সময়ে জাতীয় দলে সুযোগ পেলেও সেই সুযোগে নিজের সেরাটা দিয়েছেন এই তারকা সুইং বোলার। পাশাপাশি ডেথ ওভারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বোলিং করছেন। বর্তমানে ভুবনেশ্বর কুমারের চোটের জেরে ভারত একজন তৃতীয় পেসারের অভাবে রয়েছে। এবং যেভাবে এই দুটি ম্যাচ অত্যন্ত খারাপ পারফর্মেন্স করেছেন নভদীপ সাইনি, তাতে চিন্তার ভাঁজ পড়েই গেল ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *