এ যেন উলটপুরাণ! রবীন্দ্র জাদেজাকে নিয়ে এবার প্রশংসায় মেতে উঠলেন সঞ্জয় মাঞ্জরেকর 1

গতকাল ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে সম্মান বাঁচায় টিম ইন্ডিয়া। আর এই জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার মত লম্বা ব্যাটিং অর্ডারের দলকে অল আউট করে আসন্ন সফরের জন্য বড় মনোবল পেল বিরাট কোহলিরা। এরপর আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজ এবং বর্ডার গাভাস্কার ট্রফির জন্য হওয়া চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য নতুন করে প্রস্তুতি শুরু করছে টিম ইন্ডিয়া।

INDAUS: শেষ ম্যাচে ১৩ রানে জিতল ভারত, কিন্তু সিরিজ অস্ট্রেলিয়ার

তবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। এক সময় ৩২ ওভারে ১৫২ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত, কিন্তু সেই সময় দুই তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ১৫০ রানের অপরাজিত পার্টনারশিপে ভারত ৩০০ এর গন্ডি পেরোয়। আর এই দুর্দান্ত কামব্যাকের কৃতিত্ব যতটা প্রযোজ্য হার্দিক পান্ডিয়ার, ঠিক ততটাই প্রযোজ্য বাঁ হাতি রবীন্দ্র জাদেজার জন্য। মাত্র ৫০ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন জাদেজা। গোটা ক্রিকেট বিশ্ব থেকে এই দুই তারকা অলরাউন্ডারের জন্য প্রশংসা বার্তা উড়ে আসছে।

এ যেন উলটপুরাণ! রবীন্দ্র জাদেজাকে নিয়ে এবার প্রশংসায় মেতে উঠলেন সঞ্জয় মাঞ্জরেকর 2

কিন্তু এবার রবীন্দ্র জাদেজা প্রশংসা পেলেন এমন একজনের কাছ থেকে, যিনি গত বছর থেকে জাদেজাকে নিয়ে সমালোচনামূলক বার্তা দিয়েই এসেছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর একাধিকবার রবীন্দ্র জাদেজার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গত বছরের বিশ্বকাপে জাদেজাকে বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছেন, আবার এই সিরিজ চলাকালীন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজাকে নিজের একাদশে না রাখার কারণ হিসেবে তাদের ধরণ এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মাঞ্জরেকর। কিন্তু এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন ম্যাচ জেতানো ইনিংস খেলার পর নিজেকে আটকে রাখতে পারেননি বর্তমানে ধারাভাষ্য ও বিশ্লেষকের ভূমিকায় থাকা মাঞ্জরেকর।

এ যেন উলটপুরাণ! রবীন্দ্র জাদেজাকে নিয়ে এবার প্রশংসায় মেতে উঠলেন সঞ্জয় মাঞ্জরেকর 3

অস্ট্রেলিয়া সফরের সম্প্রচারকারী সংস্থা সোনিকে দেওয়া সাক্ষাৎকারে জাদেজাকে নিয়ে প্রশংসা করলেন সঞ্জয় মাঞ্জরেকর। তিনি বলেছেন, “আমার মনে হয় উনি (রবীন্দ্র জাদেজা) হার্দিক পান্ডিয়ার উপর থেকে কিছুটা চাপ কমিয়ে দিয়েছিলেন, আমাদের চোখে দেখা বহু দিন পর একটি অন্যতম সেরা ওয়ানডে ইনিংস। শুধুমাত্র হার্দিক পান্ডিয়ার সাথে ওনার এই দুরন্ত ইনিংসের জেরে, ভারত লড়াইয়ের জায়গা পেয়েছিল।” 

এ যেন উলটপুরাণ! রবীন্দ্র জাদেজাকে নিয়ে এবার প্রশংসায় মেতে উঠলেন সঞ্জয় মাঞ্জরেকর 4

যদিও ব্যাটসম্যান জাদেজার প্রশংসা করলেও বোলার হিসেবে এখনও উন্নতি করার জায়গা রয়েছে সৌরাষ্ট্রের এই অলরাউন্ডারের, তা বলতে ভোলেননি এই প্রখ্যাত বিশ্লেষক। এই নিয়ে মাঞ্জরেকর বলেছেন, “আমি চাই উনি (রবীন্দ্র জাদেজা) বল হাতে উইকেট নিক। গত এক বছর ধরে জাদেজাকে নিয়ে এই কথা আমি বলে চলেছি, ব্যাটিংয়ে উনি ধারাবাহিকভাবে উন্নতি করেই চলেছেন, কিন্তু ভারতকে ম্যাচ জেতাতে গেলে ওনার বোলিংয়েও উন্নতি আনতে হবে। কিন্তু এই ম্যাচের ওনার ব্যাটিং পারফর্মেন্সের জন্য, হ্যাটস অফ, দারুণ।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *