কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিবাদে জড়ালেন সাক্ষী, কারণ মহেন্দ্র সিংহ ধোনি নিজেই 1
সাক্ষী সিংহ ধোনি

ক্রিকেটের মাঠে বিরোধী দলের বিরুদ্ধে ভারতের প্রাক্তণ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির লড়াই কেই বা না দেখেছে। একা হাতে বহু কঠিন ম্যাচে ভারতকে বাঁচিয়েছে এই তারকা ক্রিকেটার। মাহির মত তাঁর স্ত্রী সাক্ষীও যে বেশ লড়াকু, এবার তার প্রমান মিলল। এক চরম অব্যবস্থার প্রতিবাদ করতে গিয়ে খোদ কেন্দ্রীয় এক মন্ত্রীর সঙ্গে বিবাদে জড়ালেন তিনি। অবশ্য ভুল বুঝতে পেরে সেই মন্ত্রী নিজেই বিষয়টার উপর কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সাক্ষী সিংহ ধোনিকে। কী ঘটেছিল?

আদালতে যাচ্ছেন সাক্ষী ধোনি!

কেন্দ্রীয় সরকার প্রতিটা ভারতীয় নাগরিকের আধার কার্ড করা বাধ্যতামূলক করেছে অনেক আগেই। সেই কারণেই ভারতের প্রাক্তণ এই অধিনায়ক নিজের আধার কার্ডের নথীভুক্তকরণ করতে যান কেন্দ্রীয় সরকার নিযুক্ত এজেন্সিতে। সেখানে তাঁর আঙুলের ছাপ নেওয়ার সময় উচ্ছ্বসিত সেই কর্মী ধোনির সঙ্গে এক ছবি তোলেন। মাহি অধিনায়ক না থাকলেও এখনও সবার মনে বিরাজ করেন। কাজেই এরকম একটা ঘটনা খুবই স্বাভাবিক ছিল। কিন্তু বিষয়টা এই অবধিই থেমে থাকেনি। আনন্দে আত্মহারা সেই কর্মী ধোনির সঙ্গে তোলা ছবি ও ধোনি ব্যক্তিগত তথ্য সম্বলিত ফর্মের ছবি সোজা ট্যুইটারে আপলোড করেন। ব্যাস! সেই দেখেই সাক্ষীর রাগ উঠে যায় চরমে। পরে কেন্দ্রীয় আইন ও বিচার এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও সেই ট্যুইট রি-ট্যুইট করেন।

এই ঘটনায় মাহি জায়া ক্ষুব্ধ হয়ে পালটা ট্যুইটে লেখেন, “এ বিষয়ে কী কোনও গোপনীয়তা আছে! এটা দুর্ভাগ্যজনক আধার কার্ডের ব্যবহৃত ব্যক্তিগত তথ্য সর্বসমক্ষে ফাঁস করা হচ্ছে।”

কেন্দ্রীয় মন্ত্রীও চুপ না থেকে ট্যুইটে জবাব দেন, “এখানে কী এমন কোনও বিষয় লক্ষ্য করা যাচ্ছে যাতে ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে বলে মনে হয়!”

এভাবেই বাকযুদ্ধে জড়িয়ে পড়েন দু’জন। তবে নাছোরবান্দা সাক্ষী এবার ওই এজেন্সির আপলোড করা ফর্মের ছবি তুলে কেন্দ্রীয় মন্ত্রীর জবাব দেন। তিনি লেখেন, “স্যার, আমি এই ফর্মের কথা বলছি যেখানে ব্যক্তিগত তথ্য রয়েছে।”

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিবাদে জড়ালেন সাক্ষী, কারণ মহেন্দ্র সিংহ ধোনি নিজেই 2

তখন আসল ঘটনাটা কেন্দ্রীয় মন্ত্রীর গোচরে আসে। তিনি আশ্বাস দেন গোটা বিষয়টার ওপর কড়া ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *