চীন থেকে শুরু হওয়া করোনা ভাইরাস বিশ্বজুড়ে ২০০র বেশি দেশে ছড়িয়ে পড়েছে। ভারতেও এখন করোনা ভাইরাস দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। এর কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ মার্চ আগামী ২১ দিনের জন্য সম্পূর্ণ দেশ লকডাউন করে দিয়েছেন। এর মধ্যে আমাদের দেশের সমস্ত অভিনেতা, বড়ো বড়ো ব্যবসায়ীরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এখন রিপোর্ট অনুযায়ী খবর আসছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও মহৎ পদক্ষেপ নিয়ে ১ লাখ টাকা ডোনেট করেছেন।
ধোনি হলেন ট্রোল
ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলায় সকলেরই ঘুম কেড়ে নিয়েছে। দেশে এখনো পর্যন্ত ৭০০র বেশি মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়েছেন আর ১৫জনের বেশি মানুষ নিজের প্রাণ হারিয়েছেন। এই খারাপ সময়ে দেশের গরীব শ্রমীকরা সমস্যায় পড়েছেন। আসলে মহারাষ্ট্রে এখনো পর্যন্ত ১২০র বেশি করোনা ভাইরাসে সংক্রামিত মানুষের মামলা সামনে এসেছে। এই অবস্থায় পুণের মানুষের সাহায্যের জন্য এমএস ধোনি একটি সংস্থাকে এক লাখ টাকা দান করেছেন। এখনো পর্যন্ত খেলোয়াড়রা নিজের নিজের রাজ্যেরই রিলিফ ফাণ্ডে টাকা দিচ্ছিলেন। কিন্তু ধোনি সোজা একটি সংস্থাকে এই টাকা দিয়েছেন যারা পুণের দৈনিক মজদুরদের খাওয়ার সরবরাহ করার কাজ করছে। কিন্তু ধোনির এই পদক্ষেপকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছে। কারণ মানুষের মতে যখন মাহীর মোট সম্পদ ৮০০ কোটি টাকা তখন তিনি মাত্র ১ লাখ টাকাই দিয়েছেন। মহেন্দ্র সিং ধোনিকে ট্রোলার্সরা ট্রোল করায় স্বভাবতই ক্ষুব্ধ মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে টুইট করে সাক্ষী ধোনি ট্রোলারদের এবং মিডিয়াকে একহাত নিয়েছেন।
সাক্ষী ধোনি দিলেন এই প্রতিক্রিয়া
সাক্ষী ধোনি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়েছেন
“আমি সমস্ত মিডিয়া হাউজগুলোকে এই সেনসিটিভ মুহূর্তে এই ধরনের ভুয়ো খবর না ছড়াতে অনুরোধ করছি। আপনাদের লজ্জা হওয়া উচিত। আমি অবাক হচ্ছি যে দায়িত্বপূর্ণ সাংবাদিকতা কোথায় উধাও হয়ে গেলো”।
I request all media houses to stop carrying out false news at sensitive times like these ! Shame on You ! I wonder where responsible journalism has disappeared !
— Sakshi Singh 🇮🇳❤️ (@SaakshiSRawat) March 27, 2020