আর কয়েক দিনের অপেক্ষা, তারপর ইংল্যান্ড এবং ওয়েলসের মাঠে শুরু হতে চলেছে এবারের ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যে দেশ বিদেশের বর্তমান – প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞরা ইতিমধ্যে তাদের এবারের ফেবারিট এবং আনুষাঙ্গিক বিষয় গুলো নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন।মতামত জানিয়েছেন স্বয়ং শচীন তেন্ডুলকর। ১২ তম বিশ্বকাপের তিনি অন্যতম ” সারপ্রাইজ প্যাকেজ ” হিসেবে দেখছেন আফগানিস্তান কে।
রোববার সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন তিনি।” ক্রিকেট ইশ্বর ” আশাবাদী বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের ভালো কিছু করার বিষয়ে, পাশাপাশি এবছর চমক দেখাবে আফগানিস্তান এমনটাই মনে করেন তিনি।
কিংবদন্তি তারকা এই প্রাক্তন ক্রিকেটার বলেন, “এবারের একটি দল চমকে দেবে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পিন এ্যটাক রয়েছে আফগানিস্তানের কাছে।এবারের বিশ্বকাপে ওরা ” সারপ্রাইজ প্যাকেজ “।
বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ব্যাটসম্যান শচীন তেন্ডুলকর।জানিয়েছেন ।ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও সমান প্রাসঙ্গিক তিনি। জানিয়েছেন এবছর গোটা টুর্নামেন্টে চমক দেখাবে আফগানরা।প্রসঙ্গত, গুলবদন নাইব এর নেতৃত্বাধীন আফগানিস্তান আগামী ১ লা জুন বিস্ট্রলে এ্যারন ফিন্চের অস্ট্রেলিয়া দলের বিপক্ষে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে।

২০১৫ সালে প্রথম বার বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে আফগানিস্তান, সেইবার তাদের পারফরম্যান্স ছিলো ঋতিমতো প্রশংসনীয়, এমনকি তারা হারিয়ে ছিলো স্কটল্যান্ড কে।এবছর অবশ্য পরিস্থিতি খানিকটা আলাদা।কারন গত চারবছরে দারুন খেলে ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটের আঙিনায় বিশেষ পরিচিতি লাভ করেছে রাশিদরা।দশ দেশের টুর্নামেন্টে ক্রমতালিকায় সবচেয়ে শেষ হিসেবে শুরু করলেও ,এবছর টুর্নামেন্টের বড়ো দলগুলোকে চমকে দেখে আফগানরা এমনটাই মনে করছেন অনেকে।
গতবছর এশিয়া কাপে বাংলাদেশ কে হারানোর পাশাপাশি ভারতের বিরুদ্ধে টাই করেছিলো রাশিদরা। শুধু মাত্র তাই নয়, ইতিমধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচে তারা পাকিস্তান কে হারিয়ে ঋতিমতো সাড়া ফেলে দিয়েছে।আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ওভালে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে আফগানরা।এবছর তাদের দ্বারা যেকোনো অঘটন ঘটানো সম্ভব।