ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার চলমান ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ডু অর ডাই ম্যাচের আগে দুঃসংবাদ পেল শ্রীলংকা দল। ইঞ্জুরির কারনে আগামী ম্যাচে খেলা নিয়ে সংশয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক চামারা কাপুগেদারা। নেটে ব্যাটিং প্রাকটিসের সময় কাধে ব্যথা পেয়েছেন তিনি। এরপর সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরিষ্কার ভাবে এখনো জানা যায় নি আজকের ম্যাচে তাকে দলে দেখা যাবে কিনা। এর আগে চলমান ওয়ানডে সিরিজে স্লো ওভার রেটিংয়ের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লঙ্কান ওয়ানডে অধিনায়ক উপুল থারাঙ্গা। আজকের পাল্লেকেলে এবং ৩১ আগস্ট কলম্বোয় অনুষ্ঠিত দুই ম্যাচ খেলতে পারবেন না থারাঙ্গা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিতে বোলিংয়ের সময় নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভারের বেশি সময় লাগিয়ে ফেলেছেন লঙ্কান অধিনায়ক থারাঙ্গা। তার জায়গায় পরবর্তী দুই ওয়ানডেতে লঙ্কান দলকে নেতৃত্ব দেয়ার কথা রয়েছে চামারা কাপুগেদারার। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একবার স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অধীনে শুনানি অনুষ্ঠিত হয়। এরপরই তার বিরুদ্ধে শাস্তির ঘোষণা দেয়া হয়। নিষেধাজ্ঞার কারণে নেই থারাঙ্গা এবং ইনজুরির কারণে নেই দানুসকা গুণাথিলাকা। এ দু’জনের পরিবর্তে লঙ্কান দলে ফেরানো হয়েছে দিনেশ চান্দিমাল এবং লাহিরু থিরিমান্নেকে।
বৃহস্পতিবার পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে প্রায় জিতে যাওয়া হেরে যায় স্বাগতিকরা। সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর পেসার ভুবনেশ্বর কুমারের অতিমানবীয় ৮ম উইকেট জুটিতে ৩ উইকেটে জয় পায় ভারত। ৫ ওয়ানডে সিরিজের বাকি ৩ ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে টেস্ট অধিনায়ক দিনেশ চান্ডিমাল এবং ব্যাটসম্যান লাহিরু তিরিমান্নেকে। প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী ভারত। উল্লেখ্য যে, এই সিরিজে অন্তত দুটি ম্যাচ না জিতলে ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার সরাসরি অংশগ্রহণ নিয়ে শঙ্কা সৃষ্টি হবে। এমন মুহূর্তে অধিনায়ককে হারানোটা মোটেও ভালো বিষয় নয়।