চলতি আইপিএলে আজ ইডেনে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালস, যারা গত বেশ কয়েকটি ম্যাচে দুরন্ত পারফর্মেন্স করে ক্রমাগত পয়েন্ট তালিকায় এগিয়ে চলেছে। ফলে এই ম্যাচে দেখা বেশ মজাদার হবে যে এই ম্যাচের পরিনাম কোন দলের পক্ষে যায়। আজকের ম্যাচে রাজস্থান দলে একটি পরিবর্তন করতে চলেছেন। দেখে নেওয়া যাক কি হতে চলেছে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ।
জস বাটলার
বাটলর রাজস্থানের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার যিনি গত তিনটি ম্যাচে নিজের পারফর্মেন্স দিয়ে তার দলকে জয় এনে দিয়েছেন। নিজের বিস্ফোরক ইনিংস দিয়ে পয়েন্ট টেবিলে রাজস্থানকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। গত ম্যাচেও অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন তিনি। ফলে এই ম্যাচেও রাজস্থান তার কাছে থেকে বড় রানের ইনিংস আশা করবে।
হেইনরিখ ক্লাসেন
আজ রাজস্থান দলে একটি বড় পরিবর্তন হতে দেখা যেতে পারে। এই ম্যাচে রাজস্থানের ওপেনার ডি’আর্সি শর্টের জায়গায় হেইনরিখ ক্লাসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে নজরে আসতে পারেন। গত বেশ কয়েকটি ম্যাচেই ডি’আর্সি শর্ট নিজের পারফর্মেন্স দিয়ে হতাশ করেছেন, ফলে এই ম্যাচে তাকে বিশ্রামে পাঠানো হতে পারে।
অজিঙ্ক রাহানে
রাজস্থান রয়্যালসের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া অজিঙ্ক রাহানে দলের জয়ে যথেষ্টই খুশিতে রয়েছেন। ক্রমাগত জয় হাসিল করে রাজস্থান এখন পয়েন্ট তালিকায় চার নম্বরে পৌঁছে গিয়েছে। ফলে আজকের ম্যাচেও জয় তুলে নিয়ে নিজেদের প্লে অফের রাস্তা আরও পরিস্কার করে নিতে চাইবেন রাহানে।
সঞ্জু স্যামসন
দলের আরও এক তারকা প্লেয়ার সঞ্জু স্যামসন নিজের বিধ্বংসী ইনিংসের সাহায্যে দলকে জেতাতে সক্ষম। গত ম্যাচেও স্যামসন ভাল ইনিংস খেলেছিলেন এবং ১৪ বলে ২৬ রান করে দলকে সাফল্যের সঙ্গে এগিয়ে দিয়েছিলেন।
বেন স্টোকস
চলতি আইপিএলের সবচেয়ে দামী প্লেয়ার এই মরশুমে এমন কিছু পারফর্মেন্স করে দেখাতে পারেন নি। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ব্যর্থ তিনি। ফলে নিজেকে প্রমান করতে এই ম্যাচে স্টোকসকে ভাল কিছু করে দেখাতে হবে।
স্টুয়ার্ট বিনি
রাজস্থানের হয়ে চলতি আইপিএলে খুব বেশি সুযোগ পান নি বিনি। এই মরশুমে এমনিতেও খুব একটা ভাল পারফর্মেন্সও দেখাতে পারেন নি তিনি। এখনও পর্যন্ত চারটি ম্যাচে সুযোগ পাওয়া বিনি মাত্র ৪৩ রানই করতে পেরেছেন। সেই সঙ্গে বল হাতেও এমন কিছু করে দেখাতে পারেন নি তিনি।
শ্রেয়স গোপাল
শ্রেয়স গোলাপ চলতি আইপিএলে মোটামুটি পারফর্মেন্স করেছেন রাজস্থানের হয়ে। প্রসঙ্গত গোপাল বেশ ভালই বোলার এবং চলতি আইপিএলের দু একটি ম্যাচে তার ঝলকও দেখিয়েছেন তিনি। তবে ব্যাট হাতে ৯টি ম্যাচে তিনি মাত্র ৫০ রানই করতে পেরেছেন।
জোফ্রা আর্চার
চলতি আইপিএলে রাজস্থানের হয়ে দুরন্ত পারফর্মেন্স করে চলেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জোফ্রা আর্চার। রাজস্থানের একমাত্র সফল বোলার যিনি প্রথম ম্যাচ থেকেই দলের সঙ্গে থেকে দলের বোলিংয়ে গুরুত্বপূর্ণ যোগদান রেখেছেন।
কৃষ্ণাপ্পা গৌতম
রাজস্থান দলের তরুণ বোলার কৃষ্ণাপ্পা গৌতম নিজের দুরন্ত বোলিং পারফর্মেন্স দিয়ে তারকা প্লেয়ারদের নিজের দিকে আকর্ষিত করেছেন। সেই সঙ্গে ব্যাট হাতেও দলের সাফল্যে যোগদান দিয়েছেন তিনি।
ধবল কুলকর্ণী
ধবল কুলকর্ণীও রাজস্থানের হয়ে এখন পর্যন্ত বলার মত কিছুই করে উঠতে পারেন নি। এখনও পর্যন্ত ৮টি ম্যাচে মাত্র ৪টিই উইকেট নিয়েছেন তিনি।
জয়দেব উনাকট
এই মরশুমে নিজের দামের অনুযায়ী পারফর্মেন্স দেখাতে পারেন নি জয়দেব উনাকট। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে জয়দেব ৯টি উইকেট নিয়েছেন।