চোটের কারণে বেশ কয়েক মাস হল ভারতীয় দলের বাইরে। এই সিরিজেই দ্বিতীয় টেস্টে দলে ফেরার কথা থাকলেও ফিরতে পারেননি। কারণ তিনি পুরোপুরি সুস্থ নন এখও। দলের বাইরে থেকেও অবশ্য সতীর্থদের সঙ্গে খুনসুটি করতে বাদ দেননি রোহিত শর্মা।
এবছরেই কী সাত পাকে বাঁধা পড়বে বিরাট-অনুষ্কা! হরভজনের কথায় মিলল তেমনই আভাস
ঘরের মাঠে সদ্য শেষ হওয়া অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ব্যাট ও বলে দারুণ প্রদর্শন করেছে রবীন্দ্র জাডেজা। বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে তাঁর দুরন্ত ৬৩ রান ভারতের জয়ের অন্যতম কারণ। স্বাভাবিকভাবেই এই ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন তিনি। গোটা সিরিজে ভাল প্রদর্শন করার জন্য ম্যান অব দ্য সিরিজ ও তিনি পেয়েছেন। এই সিরিজে ২৫ টি উইকেট নিয়েছেন তিনি, যা এই সিরিজে সর্বোচ্চ। ট্রফিগুলি নিয়ে আনন্দিত জাডেজা একের পর এক সেলফি পোস্ট করতে থাকে ইনস্টাগ্রামে। সেই দেখেই জাডেজার সঙ্গে মজা করেন রোহিত। তিনি লেখেন, “বিউটি প্লাস ছোর দে আব তো।”
জাডেজাও তার উত্তর দিয়ে বলে, “এটা আমার স্বাভাবিক সৌন্দর্য।” এভাবেই একটা ছোট্ট মজার ঘটনার সাক্ষী রইল অনেকেই।
এদিকে ৫ই এপ্রিল থেকেই শুরু হচ্ছে আইপিএল। অস্ট্রেলিয়া বধের পর এবার সমস্ত ক্রিকেটাররা তাঁদের নিজের নিজের ফ্রাঞ্চাইজির উদ্দেশ্যে রওনা দেবে। এই জয়ের আত্মবিশ্বাস তাঁদের আইপিএলেও অক্সিজেন জোগাবে তা বলাই বাহুল্য।