প্রথম ম্যাচ হারের পর কার্যত দলকেই দুষলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা 1

প্রথা মেনে আবারও আইপিএল-এর প্রথম ম্যাচ হারল মুম্বই ইন্ডিয়ান্স। গতকাল আইপিএল-এর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে পাঁচ উইকেটে হারের পর ক্রিকেট বিশেষজ্ঞরা এক হাত নিয়েছিল রোহিত শর্মার অপরিপক্ক অধিনায়কত্ব নিয়ে। কিন্তু হারের পর নিজেদের ভুল কার্যত স্বীকার করে নিলেন রোহিত।

IPL 2020, IPL news, Mumbai Indians, Rohit Sharma | InsideSport

ম্যাচ শেষে আলোচনায় শুরুতেই নিজেদের ব্যাটসম্যানদের দুষলেন হিটম্যান। তিনি বলেন, “আমাদের কোনও ব্যাটসম্যানই রান এগিয়ে নিয়ে যেতে পারেননি, যেমনভাবে চেন্নাই সুপার কিংসের হয়ে ফাফ ডু প্লেসিস আর অম্বাতি রায়ডু করেছে। আমার মনে হয় আমরা প্রথম দশ ওভারে ৮৫ রান করেছিলাম।”

IPL 2020: None of our batsmen carried on like du Plessis, Rayudu did for CSK, says Rohit Sharma - cricket - Hindustan Times

এরপর চেন্নাই সুপার কিংসের বোলারদের প্রশংসা করে রোহিত বলেন, “চেন্নাই সুপার কিংস বোলারদের কৃতিত্ব দেওয়া উচিত। তারা ভালো বোলিং করেছেন আর শেষের দিকে অনেকটাই রান চাপিয়ে দিয়েছেন। এই বিষয়টি আমাদের শেখা উচিত।”

IPL 2019: Chahar Bowls 20 Dot Balls In His 4-Over Spell; Sets New Record

যদিও টুর্নামেন্টের শুরুর ম্যাচ হারায় শেখার অনেক কিছুই আছে বলে মনে করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তিনি বলেন, “এখনও এটা সবে শুরু। আমরা সকলেই ভালো শুরু করতে চেয়েছিলাম। এই ধরণের টুর্নামেন্টে শুরু থেকে এগিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। আমরা কিছু ভুল করেছি। আশা করি আমরা সেগুলি শুধরে আগামী ম্যাচে আরও ভালোভাবে উঠে আসব।”

IPL 2020: Meet four-time champions Mumbai Indians - Rediff Cricket

যদিও হারের জন্য বেশ কিছু ফ্যাক্টরকে দায়ী করলেন রোহিত। এই বিষয়ে তার মত, “সমর্থকদের মধ্যে খেলে আমরা অভ্যস্ত, আর আমরা জানতাম এই ধরণের খালি স্টেডিয়াম একটি বড় ফ্যাক্টর কাজ করবে। যাই হোক, এটাই এখন নিউ নরম্যাল। কিন্তু আমি আশা করি আমাদের এই অবস্থা আরও ভালো হবে। পিচের সাথে আরও একাত্ম হতে হবে। শিশির আসায় পিচ আরও ভালো হয়ে গিয়েছে। ফিল্ডিংয়ের গ্যাপে বল মারতে হবে এবং খেলার এই বিষয়টিতে মন দিতে হবে। প্রতিপক্ষ আপনাকে বেঁধে রাখতে পারে। আমাদের বুঝতে হবে আমাদের কি করা উচিত।”

MI IPL Team 2020 Players List, Full Squad: Mumbai Indians Players List, Squad, Schedule, Captain, Coach, Names

মুম্বইয়ের হারের ফ্যাক্টর

শুরুতে রোহিত শর্মা ও কুইন্টন ডি কক দুর্দান্ত শুরু করলেও সেই মোমেন্টাম ধরে রাখতে পারেননি বাকি মুম্বইয়ের ব্যাটসম্যানরা। একা সৌরভ তিওয়ারি (৩১ বলে ৪২) ছাড়া আর কেউই টিকে থাকতে পারেননি ক্রিজে। হার্দিক পান্ডিয়া ও কাইরন পোলার্ডের মত অভিজ্ঞ ফিনিশাররাও নিজেদের কাজে অক্ষম ছিলেন।

Mumbai Indians: Full list of players in IPL 2020 in Rohit Sharma's paltan

অন্যদিকে একা জেমস প্যাটিনসন ছাড়া বাকি কোনও মুম্বইয়ের বোলাররা কার্যকরী ছিলেন না। অবাক করার মত বিষয়, ম্যাচে সবথেকে বেশি মার খেয়েছেন বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাহ, যা কার্যত মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচ থেকে বের করে দিয়েছিল।

IPL 2020: Jasprit Bumrah the best T20 bowler in the world, says Mumbai Indians teammate James Pattinson - Sports News

পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু ক্যাচ মিস এবং রোহিত শর্মার অপরিপক্ক ফিল্ড প্লেসমেন্টেরও সুবিধা নিয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা। যার জেরে কখনই সেই চাপ তৈরি করতে পারেননি মুম্বইয়ের বোলাররা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *