ট্রেন্ট বোল্ট – দলের বোলিং লাইন আপকে শক্তিশালী করতে ট্রেন্ট বোল্টের দিকে নজর রয়েছে পুণে সুপারজায়েন্টসের। নিজের দিনে নিউজিল্যান্ডের এই পেসারকে খেলতে যে কোনও দল সমস্যায় পড়ে। গত মরশুমে প্রত্যাশিত ফর্মে না থাকলেও, এবার তাঁকে ধরেই এগোতে চায় পুণে।
শক্তিশালী দল গড়তে এই ক্রিকেটারদের দিকে তাকিয়ে রাইজিং পুণে সুপারজায়েন্টস
