Use your ← → (arrow) keys to browse
গত বছর আইপিএলে অভিষেক হয়েছে রাইজিং পুণে সুপারজায়েন্টসের। গতবারের দল থেকে ১১জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা। দ্বিতীয় মরশুমে প্রতিযোগিতায় ভালো ফল করার জন্য মরিয়া হয়ে রয়েছে তারা। প্রথমবার প্রতিযোগিতায় খেলতে নেমে তেমন কিছু আহামরি পারফরম্যান্স মেলে ধরতে পারেনি পুণে সুপারজায়েন্টস। যদিও সেইবার বেশ কয়েকজন ক্রিকেটারের চোট আঘাতে সমস্যায় পড়তে হয়েছিল দলকে। আগামী ২০শে ফেব্রুয়ারি আইপিএল নিলামে কয়েকজন ভালো ক্রিকেটার, বিশেষ করে বিদেশিদের দিকে নজর রয়েছে এই দলের মালিকদের। তাদের হাতে আপাতত রয়েছে এক কোটি ৭৫ লক্ষ টাকা। যা নিয়ে তারা নিলামে ঝাঁপাতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক কাদের দলে নিতে পারেন তাঁরা।
Use your ← → (arrow) keys to browse