ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে অস্ট্রেলিয়া দলের এই বিষয় গুলো নিয়ে চিন্তায় আছেন রিকি পন্টিং ! 1

এখনো অবধি জয়ের ধারা অব‍্যাহত অস্ট্রেলিয়া দলের। শেষ ম‍্যাচে তারা হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ কে। গেইলদের ম‍্যাচ হারলেও দলের একটি বিষয় নিয়ে ঋতিমতো চিন্তিত অজি দলের সহকারী কোচ রিকি পন্টিং। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুতেই দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলে স্মিথরা। ম‍্যাচ হারলেও এদিন ওয়েস্ট ইন্ডিজ পেস বোলাররা ঋতিমতো বিভীষিকা হয়ে ওঠে স্মিথ দের সামনে।যদিও পরবর্তী সময়ে কোল্টার নাইলের দুরন্ত ইনিংস এদিন বাড়তি নির্ভরতা এনে দেয় অজি দলে।

ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে অস্ট্রেলিয়া দলের এই বিষয় গুলো নিয়ে চিন্তায় আছেন রিকি পন্টিং ! 2

পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে পন্টিং বলেন এদিন যেরকম ভাবে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা উইকেটে বাড়তি বাউন্সের সাহায্য নিয়েছে ,এ বিষয়টি নিশ্চয়ই লক্ষ্য করেছে বিরাটরা, এবং পরবর্তী ম‍্যাচেও তারাও এই একই পন্থা অবলম্বন করতে চলেছেন এমনটাই মনে করেন তিনি।

প্রসঙ্গত ,এদিনের ম‍্যাচে প্রথম বোলিং করতে এসে অস্ট্রেলিয়া ব‍্যাটিং লাইন আপকে কার্যত ধ্বসিয়ে দেয় ইন্ডিজ বোলিং লাইন আপ। যদিও পরবর্তী সময়ে এই বড়সড়ো ব‍্যাটিং বিপর্যয়ের মোকাবিলা করতে নামেন স্টিভ স্মিথ এবং আলেক্স ক‍্যারি। ক‍্যারির আউটের পর এদিন অজিদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন নাথান কুল্টার নাইল।তার দুরন্ত ৬০ বলে ৯২, এদিন অস্ট্রেলিয়ার ম‍্যাচ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।অস্ট্রেলিয়া শেষ করে ২৮৮ রানে।

ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে অস্ট্রেলিয়া দলের এই বিষয় গুলো নিয়ে চিন্তায় আছেন রিকি পন্টিং ! 3

জবাবে শুরুতেই দ্রুত ক্রিস গেইল এবং এভিন লুইসের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।এর পর ম‍্যাচের হাল ধরার চেষ্টা করেন শাই হোপ এবং নিকোলাস পুরান।তাদের দুরন্ত পার্টনার শিপ ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনা দৃঢ় করে তোলে।পরবর্তী সময়ে ভালো খেলেন অধিনায়ক জেসন হোল্ডার ও , কিন্তু শেষ অবধি জয়ের থেকে ১৫ রান দুরেই থমকে যায় গেইলরা।

ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে অস্ট্রেলিয়া দলের এই বিষয় গুলো নিয়ে চিন্তায় আছেন রিকি পন্টিং ! 4
Australian players celebrate the dismissal of West Indies’ Chris Gayle, third left, during the Cricket World Cup match between Australia and West Indies at Trent Bridge in Nottingham, Thursday, June 6, 2019. (AP Photo/Rui Vieira)

এদিনের ম‍্যাচ জেতার রেশ নিয়ে ৯ ই জুন, বিরাটদের মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া।

অন‍্যদিকে ,সাউথহাম্পটনে এবারের বিশ্বকাপের প্রথম ম‍্যাচ জয়ের মধ্যে দিয়ে শুরু করলো ভারত।রোহিত শর্মার দুরন্ত সেন্চুরি এইদিন ভারতকে ম‍্যাচের চালকের আসনে বসায়।ছয় উইকেটে ম‍্যাচ জিতে যখন উদ্দীপ্ত গোটা ভারতীয় শিবির , ঠিক তখন উল্টো দিকেল একরাশ হতাশা সাউথ আফ্রিকা দলের‌।কালকে হারের মধ্যে দিয়ে এইবার বিশ্বকাপের হারের হ‍্যাটট্রিক পূর্ন করলো ফাফ দু প্লেসিসের দল।এদিন রোহিত শর্মার ১২২ রানের সুবাদে ১৫ বল বাকি থাকতেই ম‍্যাচ জিতে যায় ভারত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *