রিচার্ডসনের পরিবর্তে আরেক রিচার্ডসন সুযোগ পেলো অজি বিশ্বকাপ দলে 1

ইতিমধ্যে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করেছে অজি দল।সম্প্রতি ব্রিসবেনে তারা মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে।ম‍্যাচে খেলেছে নির্বাসন কাটিয়ে দলে ফেরা স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার।অন‍্যদিকে আগামী ১ লা জুন আফগানিস্তানের বিপক্ষে এবছরের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে অজিরা।যদিও এর আগেই ফের খারাপ খবর অস্ট্রেলিয়া শিবিরে।আগেই দল থেকে ছিটকে গেছিলেন তারকা পেস বোলার জোস হ‍্যাজেলউড এইবার সেই তালিকা কে দীর্ঘায়িত করলো আরেক পেস বোলার।

রিচার্ডসনের পরিবর্তে আরেক রিচার্ডসন সুযোগ পেলো অজি বিশ্বকাপ দলে 2

এবছর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে নামা হচ্ছে না অজি পেসার ঝাই রিচার্ডসন এর।বুধবার অজি ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হলো এমনটাই।গত মার্চে শারজাহ তে পাকিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে কাঁধে চোট পান ঝাই।গুরুতর সেই কাঁধের চোট এখনও সম্পূর্ন ভাবে সেরে ওঠেনি তার ,তাই এবছর বিশ্বকাপ আর খেলা হয়ে উঠছে না এই পেস বোলারের।ইতিমধ্যে তার পরিবর্ত হিসেবে দলে সুযোগ পেলেন আরেক অজি পেসার কেন রিচার্ডসন।

রিচার্ডসনের পরিবর্তে আরেক রিচার্ডসন সুযোগ পেলো অজি বিশ্বকাপ দলে 3

এবছর ভারত সফরে অজিদের হয়ে অভিষেক হয় ঝাইয়ের।এবং সেই সফরে দারুণ পারফরম্যান্স দিয়ে সাড়া ফেলেছিলেন তিনি।পাঁচ ম‍্যাচে সাত উইকেট নিয়েছিলেন এই বোলার।এরপর থেকেই মনে করা হচ্ছিলো আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া পেস বিভাগকে বাড়তি নিরাপত্তা এনে দেবেন তিনি।যদিও পরবর্তী সময়ে পরিস্থিতির পরিবর্তন হয় মার্চে শারজাহ তে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম‍্যাচে।ডাইভ দিয়ে বল আটকাতে গিয়ে কাঁধে চোট পান ঝাই।এক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও ব্রিসবেনে চলতি বিশ্বকাপ প্রস্তুতি শিবিরে যোগ দিতে ব‍্যার্থ হন তিনি।

রিচার্ডসনের পরিবর্তে আরেক রিচার্ডসন সুযোগ পেলো অজি বিশ্বকাপ দলে 4

ঝাই দলে না থাকায় খানিকটা হতাশ অজি ফিজিও ডেভিড বেকলি , তার বক্তব্য, ” গোটা বিষয়টি খুবই হতাশজনক টিম এবং ঝাইয়ের জন্য।সাম্প্রতিক সময়ে ও যেমন ফর্মে ছিলো তাতে গোটা শিবির ওর থেকে ভালো কিছুর আশায় ছিলো, কিন্তু সম্প্রতি নেটে বোলিং এ এসে একেবারে স্পষ্ট যে এখনো সেরে ওঠেনি ঝাই।তাই তার ভবিষ্যৎ এর কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।

রিচার্ডসনের পরিবর্তে আরেক রিচার্ডসন সুযোগ পেলো অজি বিশ্বকাপ দলে 5

এদিকে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় খানিকটা হতাশ ঝাই নিজেও, জানিয়েছেন ” বিশ্বকাপ প্রতি বছর আসে না , তাই এমন একটা সুযোগের কাছাকাছি পৌঁছে হঠাৎ তা হাতছাড়া হওয়ায় খানিকটা হতাশ আমি, যদিও ধন্যবাদ জানাই দলের প্রতিটি সদস্য এবং স্টার্ফদের যারা এই কঠিন সময় আমার পাশে থেকেছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *