সৌরভকে আড়ালে রেখেই হল শাস্ত্রীকে কোচ নির্বাচন, কার নির্দেশে এমনটা হল? দেখে নিন 1

ভারতের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভারতের বর্তমান জাতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর সম্পর্ক আদায় কাঁচকলায়। দু’জনকে এর আগে প্রত্যক্ষ না হলেও, পরোক্ষভাবে একে অপরের বিরুদ্ধে অনেককিছু বলতে শোনা গিয়েছে। তাদের মধ্যে সম্পর্ক ভালো নয়, তা প্রমাণ পাওয়া গিয়েছিল গত বারের ভারতীয় দলের কোচ নির্বাচনের সময়। যেখানে বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটির সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণের সামনে ইন্টারভিউ দিতে হয়েছিল রবি শাস্ত্রীকে। সশরীরে কলকাতায় এসে বোর্ডের উপদেষ্টা কমিটির সামনে জাতীয় দলের কোচের ইন্টারভিউ দিতে দেখা গিয়েছিল অনিল কুম্বলেকে। যদিও সেখানে কলকাতায় না এসে বিদেশ থেকে স্কাইপির মাধ্যমে সেবারে ইন্টারভিউ দিয়েছিলেন শাস্ত্রী। পরবর্তী সময় প্রত্যাশামতো শাস্ত্রীকে ছেঁটে ভারতের নতুন কোচ হিসেবে অনিল কুম্বলেকে বেছে নেন সৌরভ, শচীনরা। পরে তা নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে পরোক্ষভাবে সৌরভের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন শাস্ত্রী। এমনকি মহেন্দ্র সিং ধোনিকে ‘দাদা’ নামে ডেকে সৌরভকে পরোক্ষভাবে অপমানও করেন কোহলির প্রিয়পাত্র শাস্ত্রী। এত সবের পরেও সৌরভ, শচীন, লক্ষ্মণ সমৃদ্ধ উপদেষ্টা কমিটি কিভাবে সেই শাস্ত্রীকে আগামী দু’বছরের জন্য কোচ হিসেবে বেছে নেয়? তা নিয়ে অবশ্য প্রথম থেকেই একটা প্রশ্ন থেকে গিয়েছিল।

সৌরভকে আড়ালে রেখেই হল শাস্ত্রীকে কোচ নির্বাচন, কার নির্দেশে এমনটা হল? দেখে নিন 2
ভারতীয় কোচ নির্বাচনের মূল দায়িত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষণ

এখানে দেখুনঃ জাহির নয়, জাতীয় দলের বোলিং পরামর্শদাতা এই কিংবদন্তি ক্রিকেটারকে চাইছেন রবি শাস্ত্রী

এখন অবশ্য সময় যত গড়াচ্ছে, বেরিয়ে আসছে তত কেচ্ছা। ক্রমে বেরিয়ে পড়ছে এতদিনের লুকিয়ে থাকা নানান ঘটনাগুলি। এখন জানা যাচ্ছে, বোর্ডের উপদেষ্টা কমিটির অন্যতম মাথা সৌরভকে অবজ্ঞা করেই নাকি নিজের আখের গুছিয়ে নিয়েছেন রবি শাস্ত্রী। এমন ঘটনা ছড়িয়ে পড়ায় চারিদিকে রীতিমতো শোরগোল পড়ে যায়। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান নেতা বিরাট কোহলি নাকি রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ করার ব্যাপারে আসল ভূমিকা পালন করেছেন। গোটা দুনিয়া জানে, শেষদিকে শাস্ত্রীকেই কোচ করার ব্যাপারে গলা ফাটিয়েছিলেন খোদ বিরাটই। আর সেটার ফলেই নাকি ইচ্ছে না থাকার সত্ত্বেও বীরেন্দ্র সেহবাগের পরিবর্তে রবি শাস্ত্রীকে কোচ হিসেবে বেছে নেয় বোর্ডের উপদেষ্টা কমিটি। আর সেই শাস্ত্রীই এখন বিরাট কোহলিদের হেড স্যার। এবং তিনি কেন ভারতীয় ক্রিকেট দলের হেড স্যার, সেটাও শেষমেশ প্রকাশ পেয়ে গেল। সর্বভারতীয় একটি দৈনিকের খবর অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশে লন্ডনে রওনা হওয়ার আগেই নাকি বিরাট কোহলি বোর্ডের উপদেষ্টা কমিটির দু’ সদস্যের সঙ্গে দেখা করেছিলেন। তাঁরা হলেন, শচীন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণ। সেখানে উপস্থিত ছিলেন না কমিটির আরও একটা সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভকে আড়ালে রেখেই হল শাস্ত্রীকে কোচ নির্বাচন, কার নির্দেশে এমনটা হল? দেখে নিন 3
বিরাট কোহলি
সৌরভকে আড়ালে রেখেই হল শাস্ত্রীকে কোচ নির্বাচন, কার নির্দেশে এমনটা হল? দেখে নিন 4
সচিন তেন্ডুলকর
সৌরভকে আড়ালে রেখেই হল শাস্ত্রীকে কোচ নির্বাচন, কার নির্দেশে এমনটা হল? দেখে নিন 5
ভিভিএস লক্ষণ

আরোও দেখুনঃ দ্রাবিড় নয়! ব্যাটিং পরামর্শদাতা হিসেবে এই কিংবদন্তিকে চাইছেন ইন্ডিয়ার নতুন ‘হেড স্যার’ রবি শাস্ত্রী!

উপদেষ্টা কমিটির দুই সদস্যের সঙ্গে বিরাট কোহলি দেখা করলেও, সাক্ষাৎ করেননি প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এর পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষেই কোচের পদ থেকে সরে গেলেন অনিল কুম্বলে। এবং যিনি ততদিনে কোচের পদে আবেদন করার তালিকায় ছিলেন না, সেই শাস্ত্রী জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দাবীদার হয়ে ওঠেন। সৌরভ যতই বলুক, শাস্ত্রীর কোচ হওয়ার জন্য কোহলি কারোর কাছে তদ্বির করেননি। কিন্তু বাস্তবটা হল, সৌরভকে আড়ালে রেখেই অধিনায়ক বিরাট কোহলি বোর্ডের উপদেষ্টা কমিটির দুই সদস্য শচীন এবং লক্ষ্মণের সঙ্গে আগেই কথা বলে গিয়েছেন। যিনি প্রথমে জাতীয় কোচের পদে আবেদন জানাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, সেই শাস্ত্রী শেষে কিনা শচীনের বার্তায় সাড়া দিয়ে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যান। এবং কোচের সিটে বসে পড়েন। এটা নিয়ে প্রথম থেকেই অনেকের মনে খটকা লাগলেও, শেষ পর্যন্ত সত্যিটা সবার সামনে বেরিয়ে এলো।

সৌরভকে আড়ালে রেখেই হল শাস্ত্রীকে কোচ নির্বাচন, কার নির্দেশে এমনটা হল? দেখে নিন 6
সৌরভ গাঙ্গুলি
সৌরভকে আড়ালে রেখেই হল শাস্ত্রীকে কোচ নির্বাচন, কার নির্দেশে এমনটা হল? দেখে নিন 7
রবি শাস্ত্রী

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *