বিশ্বকাপের দলে থাকার জন্য যা যা করনীয়, তা সবটাই করেছেন রায়ডু ,মনে করেন লক্ষন 1

২০০৩ সালের বিশ্বকাপের দল ঘোষণা করার আগে ভারতের দলে ভি ভি এস লক্ষনের সুযোগ পাওয়া ঘিরে তৈরী হয়েছিল জোর জল্পনা।যদিও একেবারে সবাইকে চমকে দিয়ে দলে শেষ মুহূর্তে দলে জায়গা করে নিয়েছিলেন দীনেশ মোঙ্গিয়া।এর মধ্যে দিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন অধরা থেকে যায় ভারতের টেস্ট ক্রিকেটের অন‍্যতম সেরা ব‍্যাটসম‍্যানের।আজীবন সেই ক্ষত বুঁকে বয়ে বেড়ান লক্ষন।

বিশ্বকাপের দলে থাকার জন্য যা যা করনীয়, তা সবটাই করেছেন রায়ডু ,মনে করেন লক্ষন 2
Mumbai: Indian batsman Ambati Rayudu celebrates his century during the 4th ODI cricket match against West Indies at Brabourne Stadium, in Mumbai, Monday, Oct 29, 2018. (PTI Photo/Mitesh Bhuvad) (PTI10_29_2018_000152B)

রায়াডুর মস্করা নজরে এসেছে বিসিসিআই এর ! কোন শাস্তি অপেক্ষা করছে তার জন‍্যে ?! খুব সম্প্রতি ভারতের ১৫ জনের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে । দল ঘোষনা করার অনেক আগে থেকেই দলের ব‍্যাটিং অর্ডারের চার নম্বর স্থানটি নিয়ে কোহলি থেকে নির্বাচক সকলের মাথা ব‍্যাথার শেষ ,ঠিক এমন সময়ে সেই জায়গায় আম্বাতি রায়ডুর সুযোগ পাওয়ার সম্ভাবনা হয়ে ওঠে প্রবল।কিন্তু দলের তালিকা প্রকাশ পেলে দেখা যায় সুযোগ হয়নি রাইডুর।নির্বাচকমন্ডলীর তার বাদ যাওয়ার অন‍্যতম কারন হিসেবে উল্লেখ করেছেন তার সাম্প্রতিক সময়ের ফর্ম।গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বিশেষ কিছু করে উঠতে পারেনি।

বিশ্বকাপের দলে থাকার জন্য যা যা করনীয়, তা সবটাই করেছেন রায়ডু ,মনে করেন লক্ষন 3

ফলে ইংল্যান্ড যাওয়া হলো না তার।বদলে দলে এলেন বিজয় শংকর, সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ গুলিতে তার ফলাফল বেল ভালো।তাই দলের গুরুত্বপূর্ণ চার নম্বরে স্লটে নির্বাচকরা তার উপর আস্থা রেখেছেন।

বিশ্বকাপের দল ঘোষনার পর থেকেই সকলে রায়ডুর প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল।এবং পরবর্তী সময়ে নিরাবতা ভেঙেছিলেন তিনি।একটি টুইটের মধ্যে দিয়ে।টুইটে রায়ডু লিখেছিলেন এবার বিশ্বকাপ বাড়িতে বসে উপভোগ করার জন্য একটি থ্রিডি চশমা কিনেছেন তিনি।কিন্তু হঠাৎ কেন এমন টুইট করলেন রায়ডু।আসলে নির্বাচন মন্ডলীর প্রধান এম এস কে প্রসাদ রায়ডুর বদলে কেনো দলে সুযোগ পেল বিজয় শংকর, এবিষয়ে তিনি জানান ব‍্যাট ,বল এবং ফিল্ডিং তিন বিভাগেই দলকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা রাখেন বিজয়।এই বিষয়টিকে তিনি ” ত্রিমাত্রিক” বলে উল্লেখ করেন।প্রসাদের এমন ব‍্যাক্ষার পরিপ্রেক্ষিতে খানিকটা মজায় তাকে বিঁধলেন রাহুল এই টুইটের মধ্যে দিয়ে।প্রসঙ্গত, নির্বাচক প্রধানের এমন মন্তব্যকে সমর্থন করেছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার।

বিশ্বকাপের দলে থাকার জন্য যা যা করনীয়, তা সবটাই করেছেন রায়ডু ,মনে করেন লক্ষন 4
HYDERABAD, INDIA – MARCH 02: Ambati Rayudu of India bats during game one of the One Day International series between India and Australia at Rajiv Gandhi International Cricket Stadium on March 02, 2019 in Hyderabad, India. (Photo by Robert Cianflone/Getty Images)

দল ঘোষণার পর অনেকেই রায়ডুর দলে থাকা অথবা না থাকা সমর্থন করলেও এইবার এবিষয়ে মুখ খুলেছিলেন ভিভিএস লক্ষন।নিজে ২০০৩ এর বিশ্বকাপে সুযোগ পাননি, তাই রায়ডুর মানসিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল তিনি।তবে ব‍্যক্তিগত ভাবে তিনি মনে করেন রায়ডুর সুযোগ পাওয়া উচিত ছিল কারন ওয়ানডে দলে চার নম্বর পজিশন টিতে এক সময় একের পর এক দুরন্ত কিছু ইনিংস আছে রায়ডুর , পাশাপাশি অভিঙ্গতার বিষয়টি ও দেখা উচিত ছিলো বলে মনে করেন তিনি।

বিশ্বকাপের দলে থাকার জন্য যা যা করনীয়, তা সবটাই করেছেন রায়ডু ,মনে করেন লক্ষন 5
India’s Ambati Rayudu (L) is dismissed during the fourth one-day international cricket match between New Zealand and India at Seddon Park in Hamilton on January 31, 2019. (Photo by MICHAEL BRADLEY / AFP) (Photo credit should read MICHAEL BRADLEY/AFP/Getty Images)

প্রসঙ্গত ,গতবছর ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন তার দলে চার নম্বর স্থানের জন্য একদম আদর্শ ক্রিকেটার রায়ডু।বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন রায়ডু।একদিবসীয় খেলায় পুরোপুরি ফোকাস করতে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন তিনি।কিন্তু হঠাৎ করে পরিস্থিতির বদল ঘটে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে।

বিশ্বকাপের দলে থাকার জন্য যা যা করনীয়, তা সবটাই করেছেন রায়ডু ,মনে করেন লক্ষন 6
New Zealand’s Colin de Grandhomme (L) celebrates the wicket of India’s Ambati Rayudu (R) during the fourth one-day international cricket match between New Zealand and India at Seddon Park in Hamilton on January 31, 2019. (Photo by MICHAEL BRADLEY / AFP) (Photo credit should read MICHAEL BRADLEY/AFP/Getty Images)

একেবারেই ছন্দহীন হয়ে পড়েন এই হায়দ্রাবাদের ক্রিকেটার।এমনকি এবছর আইপিএলে ও এখনও অবধি কিছু করে উঠতে পারেনি তিনি।যদিও এখনও অবধি তার জন্য বিশ্বকাপ দলে ঢুকে যাওয়ার আশা শেষ হয়ে যায়নি কারন ১৫ জনের দলের যদি কোনও ক্রিকেটার যদি চোটের কবলে পড়ে তাহলে তার জন‍্য হয়তো হঠাৎ করে খুলে যেতে পারে বিশ্বকাপ দলের দরজা।যদিও সেই সুযোগ থাকছে আগামী ২৩ শে মে অবধি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *