বিখ্যাত পিতার পদাঙ্ক অনুসরণ করা সবস্ময় সহজ হয় না পুত্রের পক্ষে। তার ওপর পিতার নাম যদি হয় শচীন তেন্ডুলকর, তাহলে তো কথাই নেই আর। প্রতি মুহূর্তে ক্রিকেট ঈশ্বর পিতার সাথে তুলনা চলতে থাকলে পুত্রের অর্জুনের ক্রিকেট কেরিয়ার যে ক্ষতির মুখে পড়বে তা বিলক্ষণ জানেন শচীন নিজেও। তাই পারতপক্ষে অর্জুনের ক্রিকেত সম্পর্কে তাঁকে বিশেষ আলোচনা করতে […]