দীর্ঘ দিন পর দলে ফিরে তিন সিরিজ পরে ই আবার বাদ পড়েছেন যুবরাজ সিং আর সুরেশ রায়না তো দীর্ঘ দিন ধরে ই আছেন দলের বাহিরে। চতুর দিকে এখন আলোচনা চলছে তবে ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে ভারতের পরিকল্পনায় নেই যুবরাজ সিং ও সুরেশ রায়না, তবে কি তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। ঠিক এই সময় ই ইন্ডিয়া টিভির সাথে যুবরাজ সিং ও সুরেশ রায়না প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের প্রধান কোচ রবী শাস্ত্রী। তিনি জানিয়েছেন যদি যুবরাজ সিং ও সুরেশ রায়না ভাল খেলতে পারেন এবং তাদের ফিটনেস ঠিক থাকে তাহলে তাড়া আবার দলে ফিরতে পারবেন। তাদের জন্য দলে ফিরার দরজা বন্ধ হয়ে যায় নি। ওয়েস্ট উইন্ডিজ সফরে দলে থাকলেও শ্রীলঙ্কা সফরে দলে ডাক পাননি যুবরাজ সিং, নেই আসন্ন পাঁচ ম্যাচের অস্ট্রেলিয়া সিরিজেও। আর সুরেশ রায়না এমনিতে ই দলের বাহিরে। শুনা গিয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষনার আগে ইউ ইউ নামক ফিটনেস টেস্টে ভাল না করতে পারায় এ দুজন তখন দলে জায়গা পান নি। এরপর নির্বাচকরা যখন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত দলেও তাদের রাখেন নি তখন চারদিকে ইই আলোচনা বাড়ছিল। ঠিক এই সময় ই রবী শাস্ত্রী মন্তব্য করলেন। তিনি বলেন, দল নির্বাচিত হয় তিনটি বিষয়ের উপর ভিত্তি করে। ১) ফিটনেস ২) সাম্প্রতিক ফর্ম ৩) ফিল্ডিং। যে কেউ এই তিনটি বিষয় পূরণ করবে সেই দলে সুযোগ পাবে। তিনি ফিল্ডিং বিষয় বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, ” যেহেতু দলে সুযোগ পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু মানদন্ড আছে তাই কেউ দলে সুযোগ পাওয়ার জন্য অবশ্য ই সেটা পূর্ণ করতে হবে। এটা খুব সাধারন বিষয়।”
তিনি আরো জানান, ” দল নির্বাচনের সাথে জড়িত হওয়া আমার কাজ না, কারন আমি চাই সব খেলোয়ার আমাকে বিশ্বাস করুক। দল নির্বাচন করা নির্বাচকদের কাজ। তারা অনেক বেশি খেলা দেখেন এবং সারা বছর ধরে সারা দেশের খেলা দেখেন। তাই তাদের চোখে তারা ই সুযোগ পাবে।” ‘ইয়ো ইয়ো’ টেস্ট কে এখন ভারতে সবচেয়ে গুরুত্ব পূর্ণ ফিটনেস টেস্ট হিসেবে মনে করা হয়, এটা পৃথিবী অন্যতম কঠিন একটি ফিটনেস টেস্ট। বর্তমানে দলের জন্য এই পরীক্ষায় কমপক্ষে ১৯.৫ হল গ্রহনযোগ্য স্কোর। দলের অধিনায়ক বিরাট কোহলী স্কোর সবচেয়ে বেশি এবং তা হল ২১।