"সময় ঠিক আসবে..." শ্রেয়স-ঈশান প্রসঙ্গে মুখ খুললেন কোচ দ্রাবিড়, করলেন বড় মন্তব্য !! 1

সম্প্রতি সমাপ্ত হয়েছে ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) ৫ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে পরাজয়ের পর বাঁকি চার টেস্টে ভারতের কামব্যাক ছিল অসাধারণ। রাঁচিতে চতুর্থ টেস্ট জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ্যে আনে। বোর্ডের কথা না শোনায়, বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়লেন ঈশান কিষাণ (Ishan Kishan) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। নির্দিষ্টভাবে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল, “দয়া করে মাথায় রাখবেন যে এই দফার বার্ষিক চুক্তির জন্য শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষানকে বিবেচনা করা হয়নি।”

বিসিসিআই নিলো কঠোর পদক্ষেপ

BCCI, rahul dravid, virat kohli
BCCI | Image: Getty Images

বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিসিসিআই সমস্ত চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে। প্রসঙ্গত, বোর্ডের কড়া নির্দেশকে উপেক্ষা করে ঈশান ও শ্রেয়স T20 ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছিলেন, যেটি একেবারেই মানতে পারেনি বোর্ড। যে কারণেই শ্রেয়স ও ঈশান কিষানের উপর কঠোর সিদ্ধান্ত নিলো বোর্ড। এবার ঈশান-শ্রেয়সকে নিয়ে খোলসা করলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিশানকে তাদের বিসিসিআই চুক্তি বাতিল করার পরে ফিট থাকার এবং ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন।

বড় বয়ান দিলেন দ্রাবিড়

Rahul dravid, team india, t20 world cup 2024
Rahul Dravid | Image: Getty Images

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বলেন, “আমি চুক্তির বিষয়ে সিদ্ধান্ত বা আলোচনা করি না। এর মানদণ্ড কি সেটাও জানি না, দুজন (শ্রেয়স ও ঈশান) বাদ গিয়েছেন। আশা করি তারা ক্রিকেট খেলবে, ফিট থাকবে এবং নির্বাচকদের তাদের বাছাই করতে বাধ্য করবে। কেউই বিতর্কের বাইরে নয়, এখনও দলে চুক্তিবিহীন খেলোয়াড়রাও খেলেছেন।” একদিকে মানসিক অবসাদের কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে দূরে চলে গিয়েছিলেন ঈশান তো শ্রেয়াস আইয়ার গত বছর পর্যন্ত সব ফরম্যাটের খেলোয়াড় ছিলেন। তার ফিটনেসের সমস্যা থাকলেও গত বছর একাধিক ম্যাচ খেলেন তিনি। তবে সদ্য সমাপ্ত হওয়া ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে চোট পান তিনি কিন্তু এবার তৃতীয় টেস্টের আগে শ্রেয়স সুস্থ হয়ে ওঠেন। যদিও পরেও রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল না খেলে মুম্বইতে কেকেআর ক্যাম্পে যোগ দিয়েছিলেন।

অরও পড়ুন | WTC Rankings: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় টিম ইন্ডিয়ার, টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে এক পা বাড়ালো রোহিত বাহিনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *