কামরান ইকবাল হচ্ছেন নতুন তারকা খ্যাতি পাওয়া একজন ক্রিকেটার যার বেড়ে ওঠা রাজনৈতিক-সংকটপূর্ণ অঞ্চল জম্মু ও কাশ্মীরে। স্থানীয় ক্রিকেটে সে একজন নেট বোলার হিসেবে দায়িত্ব পালন করতো। তবে এর মধ্যে থেকেও সফলতার মুখ দেখেছেন এই ক্রিকেটার। বাবার স্বপ্ন ও অক্লান্ত পরিশ্রমের ফলেই বর্তমান অবস্থানে আসতে পেরেছেন তিনি।
কাশ্মীরে বেড়ে ওঠা ১৮ বছর বয়সী অনুর্ধ-১৯ দলের এই উঠতি তারকা পরবর্তী বিরাট কোহলি বা ভিভ রিচার্ডস হতে চান।
জম্মু এবং কাশ্মীরের এই অধিনায়ক সম্প্রতি নিউজ১৮ এর সাথে কপোপকথনের সময় জানান, “হ্যাঁ, আমি একজন স্বপ্নদর্শী। আমার লক্ষ্য ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়া। প্রথম আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই এবং এরপর সংক্ষিপ্ত ফরমেটের খেলা।”
চলমান চারদেশীয় সিরিজের ভারত ‘বি’ দলে সুযোগ করে নিয়েছেন কামরান। গত তিন বছরের চমকপ্রদ পারফরমেন্সের ফলস্বরূপ দলে সুযোগ পেয়েছেন তিনি।
ভারত ‘বি’ দলে কামরান আকমল
ভারত ‘বি’ দলের পাশাপাশি এই সিরিজে অংশ নিবে ভারত ‘এ’ এবং নেপাল ও আফগানিস্তানের জুনিয়র দল। টুর্নামেন্টটি শুরু হবে সেপ্টেম্বরের ১২ তারিখ এবং শেষ হবে সেপ্টেম্বরের ১৮ তারিখ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের মাধ্যমে।
কামরান আশাবাদী যে, তিনি আসন্ন এই সিরিজে ব্যাট হাতে অনেক রান করবেন। আর ব্যাট হাতে রানের পাশাপাশি, বল হাতে লেগ স্পিনে ব্যাটসম্যানদের বোকা বানানোর লক্ষ্যও রয়েছে তাঁর।
কোচ এবং প্রাক্তন রঞ্জি খেলোয়াড় মজিদ দার পূর্বাভাস দিয়েছেন যে জম্মু ও কাশ্মীরের ক্রিকেটে কামরান পরবর্তী বড় তারকা। “সে কয়েকটি সেঞ্চুরি করেছে এবং কয়েকটি পঞ্চাশও করেছে গত দুই বছরে। ওই পারফরমেন্সের ওপর ভিত্তি করেই সে কল্টস দলের জন্য নির্বাচিত হয়েছে,” তিনি বলেন।
ব্যাট হাতে এই তরুণ শুরু থেকেই ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। অনুর্ধ্ব-১৪, অনুর্ধ্ব-১৬ এবং এখন অনুর্ধ্ব-১৯ প্রত্যেকটি ধাপেই গত ছয় বছর ধরে পারফর্ম করে আসছে সে।
কামরান আকমাল কি পারবেন ভারত জাতীয় দলে সুযোগ করে নিয়ে পুনরাবৃত্তি করতে? হয়তো সময়ই বলে দেবে এর উত্তর।