তারকা খেলোয়াড়কে বাদ দিয়েই মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স 1

আইপিএল এর ত্রয়োদশ সংস্করণে আগামী বুধবার কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চারবারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে কেকেআর-এর পারফর্মেন্স একেবারেই জঘন্য। সেই রেকর্ডকে মাথায় রেখে ভালো শুরু করার লক্ষ্যে প্রথম একাদশ সাজাতে চলেছেন দীনেশ কার্তিক অ্যান্ড কোম্পানি। কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ? চলুন দেখে নেওয়া যাক।

IPL 2020: Aakash Chopra picks the ideal playing XI for Kolkata Knight Riders

১. রাহুল ত্রিপাঠী

এবছর আইপিএল-এর নিলামে ওপেনার হিসেবে রাহুল ত্রিপাঠীকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ফলে এবারের আইপিএল-এর শুরুর ম্যাচে নামতে পারেন এই ভারতীয় ওপেনার। এর আগে রাইসিং পুনে সুপারজায়ান্টের হয়ে ২০১৭ সালে দুর্দান্ত খেলেছিলেন ত্রিপাঠী। কিন্তু গত মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে তেমন ভূমিকা নিতে পারেননি। যদিও তার সলিড ব্যাটিংয়ে ভরসা রাখতে পারেন নাইটদের টিম ম্যানেজমেন্ট।

IPL 2017: 10 things to know about Rahul Tripathi, the find of the season for Rising Pune Supergiant

২. সুনীল নারাইন

 

একদিকে রাহুল ত্রিপাঠীর মত সলিড ব্যাটসম্যান থাকায় অন্যপারে বেপরোয়া এক ব্যাটসম্যানকেই চাইবে নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। আর সুনীল নারাইনের মত হার্ড হিটিং পিঞ্চ হিটারকে বাদ রাখাও সম্ভব নয়। সদ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ১৪৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন নারাইন। এছাড়াও বোলিংয়ে মাত্র ৪.৫ ইকোনমি রেটে বোলিং করেছেন। কলকাতা নাইট রাইডার্সের এই বহু যুদ্ধের নায়ক যে প্রথম একাদশে থাকবেন, তা বলাই যায়। যার ফলে বাদ পড়তে চলেছেন তারকা ইংরেজ ওপেনার টম ব্যান্টন।

India is like my second home, says Sunil Narine | Cricket News - Times of India

৩. শুভমন গিল

গত বছরের ভুল এই বছর করতে চাইবে না কলকাতা নাইট রাইডার্স। গত বছর ওপেনিংয়ে মাত্র কয়েকটি ইনিংস খেলেই নিজের জাত চিনিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের সম্পদ। পাশাপাশি ওপেনিংয়ে সলিডিটি আনতে বড় ভূমিকা নিতে পারেন শুভমন। আর তার ফলে টপ অর্ডারে এবার নামতে পারেন শুভমন।

IPL 2018 SRH v/s KKR: Shubman Gill credits death bowling for Knight Riders' win against Sunrisers

৪. নীতিশ রানা

গত দুই মরশুম কলকাতা নাইট রাইডার্সের তিন নম্বরে নিজের জায়গা সিমেন্ট দিয়ে গেঁথে রেখেছেন দিল্লির এই ব্যাটসম্যান। স্ট্রাইক রোটেশনের পাশাপাশি প্রয়োজনে বড় শট খেলার ক্ষমতা রয়েছে নীতিশের। এবারে কিছুটা নীচের দিকে নেমে চার নম্বরে নামতে চলেছেন নীতিশ।

Hope to learn from Eoin Morgan's leadership qualities: KKR batsman Nitish Rana- The New Indian Express

৫. ইয়ন মর্গ্যান

বর্তমান সময়ের সাদা বলের ক্রিকেটের অন্যতম সেরা বাঁ হাতি ব্যাটসম্যানকে বাইরে রেখে দল গড়া কখনই সম্ভব নয় নাইটদের পক্ষে। বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ইয়ন মর্গ্যান এই দলে এক আলাদা বৈচিত্র্য নিয়ে আসবেন।

Hope to play our best cricket in KKR's remaining games: Eoin Morgan - Indian Express

৬. দীনেশ কার্তিক 

মিডল অর্ডারকে ধরে রাখতে দীনেশ কার্তিকের ভূমিকা কতটা জরুরি, তা দেখা গিয়েছিল গত মরশুমে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন এই উইকেটকিপার – ব্যাটসম্যান। পাশাপাশি প্রয়োজনে স্লগ ওভারের বিধ্বংসী ভূমিকা নিতে পারেন কার্তিক।

Dinesh Karthik Feels KKR Players Ready To Play IPL For Kolkata People

৭. আন্দ্রে রাসেল

বর্তমানে টি২০ ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল কার্যত একাই ম্যাচের মোড় ঘোরাতে পারেন। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স যেটুকু সাফল্য পেয়েছিল, তার অধিকাংশ কৃতিত্ব এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারের। ব্যাট হাতে যে কোনও বলকে ছয় মারার ক্ষমতা রয়েছে রাসেলের। এছাড়া বোলিংয়েও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

Bad decisions cost KKR dear this season: Andre Russell On Cricketnmore

৮. প্যাট কামিন্স

এবারের আইপিএল-এর সবথেকে দামি ক্রিকেটার প্যাট কামিন্স এই দলে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে চলেছেন। টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার হলেও টি২০ ক্রিকেটেও অত্যন্ত ভালো ফর্মে রয়েছেন কামিন্স। এছাড়াও ব্যাটিংয়েও বেশ ভালো হাত রয়েছে এই অসি পেসারের।

Pat Cummins, Eoin Morgan will be available for first IPL 2020 match: KKR CEO | Sports News,The Indian Express

৯. শিবম মাভি

কমলেশ নাগারকোটি ও সন্দীপ ওয়ারিয়রকে সরিয়ে তরুণ পেসার শিবম মাভিকেই খেলানোর ভাবনায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। শুধু অভিজ্ঞতা নয়, গতি ও স্ট্যামিনায় এগিয়ে রয়েছেন মাভিই।

IPL postponement gave me time to recover - KKR fast bowler Shivam Mavi

১০. কুলদীপ যাদব

দলের অন্যতম সেরা স্পিনারকে দল থেকে বাদ রাখা সম্ভব নয়। গত আইপিএল-এ খুব একটা ভালো পারফর্ম না করলেও ভারতীয় দলের হয়ে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন এই চায়নাম্যান বোলার। যার ফলে শুরুর ম্যাচে দলে জায়গা করে নিতে চলেছেন কুলদীপ।

Kuldeep Yadav Heaps Praise On Former KKR Skipper Gautam Gambhir

 

১১. প্রসীধ কৃষ্ণা

কলকাতা নাইট রাইডার্সের হয়ে নতুন বলে বল করে বেশ সাফল্য পেয়েছেন প্রসীধ। ফলে এই বছরও কেকেআর-এর নিউ বল বোলার হিসেবেই শুরু করবেন প্রসীধ।

Who is Prasidh Krishna? Why did Virat Kohli mention his name after India beat Sri Lanka in Indore T20I - cricket - Hindustan Times

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *