কি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ? বাদ পড়তে পারেন এই দুর্ধর্ষ তারকা 1

গতবারের চ্যাম্পিয়ন ও আইপিএল-এর সবথেকে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আগামীকাল অর্থাৎ ১৯ সেপ্টেম্বর সেই মেগা ম্যাচে নামার আগে কি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ? প্রশ্ন সকলেরই মনে, সকলেই নিজেদের মত প্রেডিকশন করে চলেছে। তো চলুন, আমরাও করি প্রেডিকশন।

the-five-youngest-cricketers-who-made-the-ipl-debut-with-the-explosion

১. রোহিত শর্মা 

কি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ? বাদ পড়তে পারেন এই দুর্ধর্ষ তারকা 2

গতকাল সাংবাদিক বৈঠকে মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়বর্ধনে কার্যত স্পষ্ট করে দিয়েছিলেন, দলে ক্রিস লিন থাকলেও নিজেদের পুরোনো ওপেনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না তারা। ফলে অধিনায়ক রোহিত শর্মা ও কুইন্টন ডি ককই ওপেন করবেন।

কি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ? বাদ পড়তে পারেন এই দুর্ধর্ষ তারকা 3

গত বছর থেকে ভারতীয় দলের হয়ে ওপেনিংয়ে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন রোহিত। দীর্ঘ লকডাউন শেষে নেট প্র্যাক্টিসেও নিজের ব্যাটিংয়ের কারিগরি পেশ করেছেন হিটম্যান। সুতরাং এবার মুম্বইয়ের ট্রফিরক্ষায় ওপেনিংয়েই নামবেন রোহিত।

২. কুইন্টন ডি কক

কি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ? বাদ পড়তে পারেন এই দুর্ধর্ষ তারকা 4

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার টি২০ দলের অধিনায়ক কুইন্টন ডি কক বর্তমানে অন্যতম সেরা ওপেনার হিসেবে বিবেচিত। এছাড়াও ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশনেও যথেষ্ট কার্যকরী হবেন কুইন্টন। ফলে রোহিতের সাথে ওপেনিংয়ে নামতে চলেছেন ডি কক।

৩. সূর্যকুমার যাদব

কি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ? বাদ পড়তে পারেন এই দুর্ধর্ষ তারকা 5

মুম্বইয়ের রঞ্জি দলের অধিনায়ক গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম মূখ্য খেলোয়াড় হিসেবে নিজের জায়গা দখল করে রেখেছেন। গত আইপিএল-এ ৪২৪ রান করে মুম্বইয়ের দ্বিতীয় সর্বোচ্চ রানস্কোরার ছিলেন সূর্য। ফলে তিন নম্বরে এই মুহুর্তে তিনিই ফার্স্ট চয়েস।

৪. ঈশান কিষান

কি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ? বাদ পড়তে পারেন এই দুর্ধর্ষ তারকা 6

দুর্দান্ত ফিল্ডার এবং বুদ্ধিমান ব্যাটসম্যান হিসেবে গত মরশুমে নিজের জাত চিনিয়েছেন ঈশান। প্রয়োজনে স্ট্রাইক রেট বাড়ানোর ক্ষমতা যেমন রয়েছে, তেমনি বিপদের সময়ে ধরে খেলার মনোভাবও রয়েছে তার। এমন ফ্লেক্সিবল ব্যাটসম্যানকে চার নম্বরে নামিয়ে গত বছর বেশ ফায়দা পেয়েছে টিম ম্যানেজমেন্ট। ফলে এবারেও সেই একই ভূমিকা পালন করতে চাইবেন ঈশান।

৫. ক্রুনাল পান্ডিয়া

কি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ? বাদ পড়তে পারেন এই দুর্ধর্ষ তারকা 7
ক্রনাল পান্ডিয়া

মিডল অর্ডারকে ধরে রাখার ক্ষমতা রয়েছে বরোদার এই অলরাউন্ডারের। পাশাপাশি স্লগ ওভারে রান রেট বাড়ানোর ভূমিকাও রাখেন তিনি। মুম্বইয়ের হয়ে মিডল অর্ডারে ব্যাট করে ১৪৬ স্ট্রাইক রেটে ৮৯১ রান করেছেন ক্রুনাল। আর মধ্যপ্রাচ্যের দেশে স্পিনারের ভূমিকা অসীম। সেক্ষেত্রে তার আটোসাটো লেফট আর্ম স্পিন বোলিং যথেষ্ট কার্যকরী হবে মরুশহরে।

৬. কাইরন পোলার্ড

কি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ? বাদ পড়তে পারেন এই দুর্ধর্ষ তারকা 8

মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম মসীহা হিসেবে পরিচিত কাইরন পোলার্ড দলের অন্যতম অবিচ্ছেদ্য অংশ। মারকাটারি ব্যাটিং ও স্ফুর্তিপূর্ণ ফিল্ডিংয়ে তিনি একাই ম্যাচের মোড় পালটে ফেলতে পারেন। বর্তমানে দারুণ ফর্মেও রয়েছেন তিনি। সম্প্রতি ট্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে জিতেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। সুতরাং তার প্রথম একাদশে থাকা আবশ্যিক।

৭. হার্দিক পান্ডিয়া

কি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ? বাদ পড়তে পারেন এই দুর্ধর্ষ তারকা 9

মুম্বই ইন্ডিয়ান্সের এক্স ফ্যাক্টর হিসেবে পরিচিত হার্দিক পান্ডিয়া। স্লগ ওভারে তার দুর্ধর্ষ ব্যাটিং যেন বুস্টারের কাজ করে মুম্বইয়ের জন্য। পাশাপাশি তার মিডিয়াম পেস বোলিংও অত্যন্ত কার্যকরী হবে এই মরুশহরে। গত বছরের শেষের দিকে পিঠের চোটের জন্য বাইরে থাকলেও চোট সারিয়ে এবার পুরোনো মেজাজে ফিরতে মরিয়া হার্দিক।

৮. নাথান কুল্টার নাইল

কি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ? বাদ পড়তে পারেন এই দুর্ধর্ষ তারকা 10

এবারের আইপিএল-এ মুম্বইয়ের নতুন সদস্য হিসেবে কুল্টার নাইলের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। ব্যক্তিগত কারণে লাসিথ মালিঙ্গা না থাকায় এবার মুম্বইয়ের দুর্ধর্ষ বোলিংয়ের অন্যতম অস্ত্র হবেন অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার।

৯. রাহুল চাহার

কি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ? বাদ পড়তে পারেন এই দুর্ধর্ষ তারকা 11

গতবছরের আইপিএল-এর অন্যতম খোঁজ হিসেবে উঠে এসেছিলেন এই তরুণ লেগস্পিনার। একদিকে নিয়মিত হারে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে তার, অন্যদিকে প্রয়োজনে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করে রাখতে পারেন নিজের বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ের মাধ্যমে।

১০. ট্রেন্ট বোল্ট

কি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ? বাদ পড়তে পারেন এই দুর্ধর্ষ তারকা 12

দিল্লি ক্যাপিটালস থেকে ড্রাফটে আসা এই কিউই ফাস্ট বোলার অবশ্যই প্রথম একাদশে থাকবেন। ওডিআই ক্রিকেটের এক নম্বর বোলারকে পেয়ে মুম্বইয়ের বোলিং লাইনআপ আরও শক্তিশালী হয়ে উঠেছে।

১১. জসপ্রীত বুমরাহ

কি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ? বাদ পড়তে পারেন এই দুর্ধর্ষ তারকা 13

মুম্বইয়ের ভয়ংকর বোলিংয়ের নেতা তথা বিশ্বের সেরা ডেথ বোলার জসপ্রীত বুমরাহকে প্রথম একাদশের বাইরে রাখার সাহস কেউই করবে না। গত কয়েক বছরে নিজের বোলিংয়ে অসাধারণ উন্নতি ঘটিয়েছেন তিনি। শুধু ডেথ ওভারই নয়, প্রয়োজনে শুরুর ওভারেও উইকেট তোলার ক্ষমতা রাখেন বুমরাহ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *