এই ভারতীয় ক্রিকেটারের মধ্যে পরবর্তী সময় " কিংবদন্তী " হওয়ার সকল রসদ মজুদ, মনে করেন শিখর ধাওয়ান 1

২০১৮ তে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকেই সেন্চুরি করে ঋতিমতো সাড়া ফেলেছিলেন ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা পৃথ্বী শাহ।ম‍্যাচে বছর উনিশের এই তারকা ক্রিকেটারের ব‍্যাটিং টেকনিকের প্রশংসায় মজেছিলেন দেশ – বিদেশের প্রাক্তন তারকারা।সদ‍্য সমাপ্ত আইপিএলে দিল্লি ক‍্যাপিটালস এর হয়ে দুর্দান্ত মরশুম কেটেছে তার।১৬ ম‍্যাচে তার রানসংখ‍্যা ৩৫৩, যার মধ্যে রয়েছে দুটো হাফ সেঞ্চুরি এবং সর্বোচ্চ ৯৯ ।

এই ভারতীয় ক্রিকেটারের মধ্যে পরবর্তী সময় " কিংবদন্তী " হওয়ার সকল রসদ মজুদ, মনে করেন শিখর ধাওয়ান 2
LONDON, ENGLAND – JUNE 08: Shikhar Dhawan of India reacts to the crowd as he leaves the field after being dismissed during the ICC Champions trophy cricket match between India and Sri Lanka at The Oval in London on June 8, 2017 (Photo by Clive Rose/Getty Images)

আইপিএলে দিল্লির হয়ে সব ম‍্যাচে তার এবং শিখর ধাওয়ানের ওপেনিং নির্ভরতা এনে দিয়েছিলো দলকে।এবছর লিগে তিন নম্বরে শেষ করেছিল দিল্লি।সেই ক্ষেত্রে এই দুই ক্রিকেটারের ভূমিকা অপরিসীম।সূত্রের খবর অনুযায়ী টুর্নামেন্ট শেষে শাহ কে একটি ব‍্যাট উপহার দিয়েছেন ধাওয়ান।শুধু উপহার দেওয়া নয়, তাতে তিনি লিখে দিয়েছেন ” একসময় কিংবদন্তী হয়ে উঠবে তুমি ” ।

এই ভারতীয় ক্রিকেটারের মধ্যে পরবর্তী সময় " কিংবদন্তী " হওয়ার সকল রসদ মজুদ, মনে করেন শিখর ধাওয়ান 3

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট শুরুটা দারুন হয়েছে শাহ’ র।১৩৪,৭০, ৩৩ এটাই ছিলো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার স্কোর কার্ড।এমন দারুন পারফরম্যান্সের ভিত্তিতে প‍রবর্তী সময় অস্ট্রেলিয়া সফরে সুযোগ পেলেও মাঠে নামা হয়নি তার চোটের দরুন, যদিও পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন তিনি তা বলাই যায়।

এই ভারতীয় ক্রিকেটারের মধ্যে পরবর্তী সময় " কিংবদন্তী " হওয়ার সকল রসদ মজুদ, মনে করেন শিখর ধাওয়ান 4
Mumbai: Delhi Capitals’ Shikhar Dhawan in action during the third IPL 2019 match between Mumbai Indians and Delhi Capitals at Wankhede Stadium in Mumbai on March 24, 2019. (Photo: IANS)

অন‍্যদিকে , ধাওয়ানের চোখ এখন বিশ্বকাপে, আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে বসতে চলেছে এবছর বিশ্বকাপ ক্রিকেটের আসর।এবছর আইপিএলে দারুন ফর্মে দেখা গেছিলো তাকে, ১৬ ম‍্যাচ খেলে তার রানসংখ‍্যা ৫২১।স্বাভাবিক ভাবেই তার এমন দুরন্ত ফর্ম ভারতের এবারের বিশ্বকাপে ভালো কিছু করার সম্ভাবনা কে করে তুলেছে দৃঢ়।

শুভমান গিল নিজের বাবাকে বললেন নিজের আদর্শ, দিলেন নিজের সফলতার সম্পূর্ণ শ্রেয়
TAURANGA, NEW ZEALAND – FEBRUARY 03: Captain Prithvi Shaw and Shubman Gill of India (L-R) hold the trophy after the win in the ICC U19 Cricket World Cup Final match between Australia and India at Bay Oval on February 3, 2018 in Tauranga, New Zealand. (Photo by Kai Schwoerer-IDI/IDI via Getty Images)

আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।এবং এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ( ২৭ শে জুন ), বাংলাদেশ ( ২ রা জুলাই(, শ্রীলঙ্কা ( ৬ ই জুলাই ) মুখোমুখি হবে ” মেন ইন ব্লু ” ।

এই ভারতীয় ক্রিকেটারের মধ্যে পরবর্তী সময় " কিংবদন্তী " হওয়ার সকল রসদ মজুদ, মনে করেন শিখর ধাওয়ান 5
Indian cricket captain Rohit Sharma and Shikhar Dhawan during the 5th cricket match of Asia Cup 2018 between India and Pakistan at Dubai International cricket stadium,Dubai, United Arab Emirates. 09-19-2018 (Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

একনজরে এবারের ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা(সহ অধিনায়ক), ধাওয়ান, রাহুল,বিজয় শংকর, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা,ধোনি, কার্তিক,কুলদীপ যাদব,চাহাল,ভুবনেশ্বর কুমার,বুমরাহ,হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *