ভারতে চলা কৃষক আন্দোলন নিয়ে বর্তমানে ঝামেলা যথেষ্ট বেড়ে গিয়েছে। এখন দেশেই শুধু নয়, বরং বিদেশের মানুষরাও ভারতে চলা কৃষক আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন। এর মহ্যে আন্তর্জাতিক পপ স্টার রিহানা কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে টুইট করেছেন, যা নিয়ে তাকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রজ্ঞান ওঝা কড়া জবাব দিয়েছেন।
রিহানা কৃষক আন্দোলনের সমর্থনে করলেন টুইট
আন্তর্জাতিক পপ তারকা রিহানা কৃষক আন্দোলন নিয়ে নিজের সমর্থন জানিয়ে টুইট করেছেন। নিজের টুইটে তিনি প্রদর্শন স্থলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সমালোচনা করেছেন। রিহানা প্রথম আন্তর্জাতিক তারকা যিনি কিষান আন্দোলন নিয়ে টুইট করে সমর্থন জানালেন। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে সিএনএন এর টি স্টোরি টুইট করে লিখেছেন, “আমরা এই ব্যাপারে কেনো কথা বলছি না? হ্যাশট্যাগ কৃষক আন্দোলন”। রিহানার টুইটের পর কিছু মানুষ তার টুইটের সমালোচনা করছেন। এর মধ্যে ভারতের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা তার টুইটের কড়া জবাব দিয়েছেন।
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
প্রজ্ঞান ওঝা দিলেন কড়া জবাব
রিহানার টুইটের পর বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর তাঁর টুইটের প্রশংসা করেছেন। অন্যদিকে আরেক বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এই টুইটের সমালোচনা করেছেন। এই তালিকায় প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা তাকে রিপ্লাই দিয়ে লেখেন, “আমার বিশ্বাস যে এই ব্যাপারটা দ্রুতই সমাধান করা হবে। আমাদের নিজেদের আভ্যন্তরীণ বিষয়ে কোনো বাইরের মানুষের নাক গলানোর প্রয়োজন নেই। আমার দেশ আমাদের কৃষকদের নিয়ে গর্ব করে আর জানে যে তারা কতটা গুরুত্বপূর্ণ”।
My country is proud of our farmers and knows how important they are, I trust it will be addressed soon. We don’t need an outsider poking her nose in our internal matters!
— Pragyan Ojha (@pragyanojha) February 2, 2021
গত বছর প্রজ্ঞান ওঝা নিয়েছিলেন অবসর
ভারতীয় দলের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা গত বছর ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানিয়েছিলেন। প্রজ্ঞান ওঝা ভারতের হয়ে শেষবার ২০১৩য় মুম্বাইতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে খেলেছিলেন। শেষ ম্যাচে তাকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছিল। তিনি ওই ম্যাচের প্রথম ইনিংস আর দ্বিতীয় ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছিলেন।