Use your ← → (arrow) keys to browse
মহেন্দ্র সিং ধোনি – বলতে সবার প্রথমে একটাই কথা মাথায় আসে “অধিনায়কত্ব”, আর সেই অধিনায়কত্বই ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির চিন্তা ভাবনা বোঝা বড় দায়, সেটাই আবারও বুঝিয়ে দিলেন মাহি। সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে মহেন্দ্র সিং ধোনির হঠাৎ এই সরে দাঁড়ানোতে, অনেক ক্রিকেট প্রেমিরাই বেশ অবাক।
মহেন্দ্র সিং ধোনির পদতাগের পর এটা নিশ্চিত যে বিরাট কোহলিই দলের দায়ভার গ্রহন করবেন. এখন সবার মনে এই প্রশ্ন দলের সহ অধিনায়ক পদে কাকে দেখা যাবে?
আসুন দেখে নেয়া যাক ৫ জন খেলোয়াড় যারা ভারতের পরবর্তী সহ অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে আছেন
Use your ← → (arrow) keys to browse