Prev1 of 6
Use your ← → (arrow) keys to browse

বিশেষ প্রতিবেদন: এই মুহূর্তে জীবনের সেরা ছন্দে রয়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অসাধারণ ব্যাটিং ফর্ম তাঁকে বিশ্বের এখন বিশ্বের সেরা ব্যাটসম্যানের তকমা এনে দিচ্ছে। সীমিত ওভারের ক্রিকেটে তিনি একটি যুগের সৃষ্টি করেছেন। গোটা বিশ্বের ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ’রা মেনে নিয়েছেন, বিরাটই এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান।

স্ট্রোক প্লে কিংবা রানিং বিটুইন দ্য উইকেটসের বিচারে এই মুহূর্তে কোহলির সঙ্গে কারও তুলনা চলে না। টেস্টে বিরাটের সেঞ্চুরির সংখ্যা ১৪। ওয়ান ডে ম্যাচেও ২৭টি শতরান হয়ে গিয়েছে ভারত অধিনায়কের। টি-২০ ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় সত্যিই নজরকাড়া। টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে তাঁর গড় যথাক্রমে ৫০.১১ ও ৫৩.৪২। আর রান তাড়া করার ক্ষেত্রে বর্তমান ক্রিকেটে কেউ বিরাটের ধারেকাছেও আসেন না। তাই শুধু ভারত নয়, কোহলির ফ্যান গোটা বিশ্ব জুড়েই রয়েছে।

এত কিছুর পরেও অবশ্য বিরাটকে সবার সেরা বলা যাচ্ছে না। এমন কিছু ক্রিকেটার রয়েছে যাঁরা তাঁর থেকে ভাল খেলেও সেই ভাবে প্রচারের আলো কেড়ে নিতে পারছেন না। তাঁদের বেশ কিছু কীর্তি ঢাকা পড়ে যাচ্ছে বিরাটের ‘নাম’-এর আড়ালে। এবার দেখে নেওয়া যাক সেই পাঁচ ক্রিকেটারকে যাঁরা ভারত অধিনায়কের থেকেও ব্যাট হাতে ভাল পারফর্ম করছেন।

Prev1 of 6
Use your ← → (arrow) keys to browse

আরও পড়ুন

ভারত বনাম অস্ট্রেলিয়া: বক্সিং ডে টেস্টের জন্য রিকি পন্টিং লোকেশ রাহুল-মুরলী বিজয়ের জায়গায় এই ২ খেলোয়াড়কে দিয়ে ইনিংস শুরুয়াত করার দিলেন পরামর্শ

ভারত বনাম অস্ট্রেলিয়া: বক্সিং ডে টেস্টের জন্য রিকি পন্টিং লোকেশ রাহুল-মুরলী বিজয়ের জায়গায় এই ২ খেলোয়াড়কে দিয়ে ইনিংস শুরুয়াত করার দিলেন পরামর্শ
অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ অ্যাডিলেডে খেলা হয় যার পর দ্বিতীয় টেস্ট ম্যাচ...

স্ট্যাটস: ভারত বনাম অস্ট্রেলিয়া: পার্থ টেস্টের তৃতীয় দিন হল বেশ কিছু রেকর্ড, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন বিরাট

স্ট্যাটস: ভারত বনাম অস্ট্রেলিয়া: পার্থ টেস্টের তৃতীয় দিন হল বেশ কিছু রেকর্ড, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন বিরাটস্ট্যাটস: ভারত বনাম অস্ট্রেলিয়া: পার্থ টেস্টের তৃতীয় দিন হল বেশ কিছু রেকর্ড, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন বিরাট
অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে চলতি ৪ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ পার্থে খেলা হচ্ছে। পার্থ টেস্ট...

ভারত বনাম অস্ট্রেলিয়া –ভিডিয়ো: হ্যাণ্ডসকম্ব করেছিলেন বিরাটের সঙ্গে বেইমানি, ইশান্তও ঠিক এইভাবে নিলেন অধিনায়কের বদলা

অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে চলতি গাভাস্কার-বর্ডার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ পার্থে খেলা হচ্ছে। ৪ ম্যাচের এই টেস্ট...

সাক্ষী ধোনিকে বললেন, এই স্যাণ্ডেল কিনলে তুমিই এর ফিতে বাঁধবে, ধোনি জিতলেন হৃদয়

ভারতীয় দলের প্রাক্তণ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বাদ পড়েছিলেন। টেস্ট তিনি খেলেন...

ভারতের হার কাছে দেখে বিরাট কোহলি ভারতীয় সমর্থকদের সাহায্যে চাললেন এই চাল আর পেয়ে গেলেন ৪ উইকেট

ভারতের হার কাছে দেখে বিরাট কোহলি ভারতীয় সমর্থকদের সাহায্যে চাললেন এই চাল আর পেয়ে গেলেন ৪ উইকেট
ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে এই মুহুর্তে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা চলছে। এই সময় বিরাট কোহলি আরো...