Prev1 of 6
Use your ← → (arrow) keys to browse

বিশেষ প্রতিবেদন: এই মুহূর্তে জীবনের সেরা ছন্দে রয়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অসাধারণ ব্যাটিং ফর্ম তাঁকে বিশ্বের এখন বিশ্বের সেরা ব্যাটসম্যানের তকমা এনে দিচ্ছে। সীমিত ওভারের ক্রিকেটে তিনি একটি যুগের সৃষ্টি করেছেন। গোটা বিশ্বের ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ’রা মেনে নিয়েছেন, বিরাটই এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান।

স্ট্রোক প্লে কিংবা রানিং বিটুইন দ্য উইকেটসের বিচারে এই মুহূর্তে কোহলির সঙ্গে কারও তুলনা চলে না। টেস্টে বিরাটের সেঞ্চুরির সংখ্যা ১৪। ওয়ান ডে ম্যাচেও ২৭টি শতরান হয়ে গিয়েছে ভারত অধিনায়কের। টি-২০ ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় সত্যিই নজরকাড়া। টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে তাঁর গড় যথাক্রমে ৫০.১১ ও ৫৩.৪২। আর রান তাড়া করার ক্ষেত্রে বর্তমান ক্রিকেটে কেউ বিরাটের ধারেকাছেও আসেন না। তাই শুধু ভারত নয়, কোহলির ফ্যান গোটা বিশ্ব জুড়েই রয়েছে।

এত কিছুর পরেও অবশ্য বিরাটকে সবার সেরা বলা যাচ্ছে না। এমন কিছু ক্রিকেটার রয়েছে যাঁরা তাঁর থেকে ভাল খেলেও সেই ভাবে প্রচারের আলো কেড়ে নিতে পারছেন না। তাঁদের বেশ কিছু কীর্তি ঢাকা পড়ে যাচ্ছে বিরাটের ‘নাম’-এর আড়ালে। এবার দেখে নেওয়া যাক সেই পাঁচ ক্রিকেটারকে যাঁরা ভারত অধিনায়কের থেকেও ব্যাট হাতে ভাল পারফর্ম করছেন।

Prev1 of 6
Use your ← → (arrow) keys to browse

আরও পড়ুন

সারা টেলর আবারও শেয়ার করলেন ন্যুড ছবি, সতীর্থ খেলোয়াড় করলেন সার্বজনিকভাবে ঠাট্টা

সারা টেলর আবারও শেয়ার করলেন ন্যুড ছবি, সতীর্থ খেলোয়াড় করলেন সার্বজনিকভাবে ঠাট্টা
ইংল্যাণ্ড মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার সারা টেলর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোচনার কেন্দ্র হয়ে রয়েছেন। সম্প্রতিই তিনি...

অশ্বিনকে নেতৃত্ব থেকে সরানোর পর কিংস ইলেভেন পাঞ্জাব এই খেলোয়াড়কে করতে পারে নতুন অধিনায়ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের পরের মরশুমের প্রস্তুতি এই মুহূর্তে বেশ ভালভাবেই চলতে দেখা যাচ্ছে। যেখানে ফ্রেঞ্চাইজিগুলি নিজের দলে...

কোহলি-রাহানে ভাঙলেন শচীন তেন্ডুলকর-সৌরভ গাঙ্গুলীর এই রেকর্ড

কোহলি-রাহানে ভাঙলেন শচীন তেন্ডুলকর-সৌরভ গাঙ্গুলীর এই রেকর্ড
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে চলতি প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি অপরাজিত ৫১ আর সহঅধিনায়ক অজিঙ্ক...

বল ট্যাম্পারিং বিতর্কে নাম আসার পর লীডস টেস্টে বোলারদের এভাবে সাহায্য করতে ধরা পড়লেন ওয়ার্নার, ভিডিয়ো ভাইরাল

বল ট্যাম্পারিং বিতর্কে নাম আসার পর লীডস টেস্টে বোলারদের এভাবে সাহায্য করতে ধরা পড়লেন ওয়ার্নার, ভিডিয়ো ভাইরাল
লীডসে চলতি অ্যাসেজ ২০১৯ এর তৃতীয় টেস্ট ম্যাচ এই সময় নিজের সবচেয়ে রোমাঞ্চক মোড়ে এসে দাঁড়িয়েছে। ইংল্যান্ডের...

ক্রিকেট ইতিহাসের চারজন খেলোয়াড়, যারা করেছেন নিজেদের ধর্ম পরিবর্তন

ক্রিকেট ইতিহাসের চারজন খেলোয়াড়, যারা করেছেন নিজেদের ধর্ম পরিবর্তন
এই সংসারে নিজের ধর্মের প্রতি আস্থা আর বিশ্বাস রাখা মানুষের অভাব নেই। নিজের ধর্মের প্রতি মানুষের মধ্যে...