আইপিএলের স্পনসরশিপের দৌড়ে এলো পতঞ্জলী, সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের ঠাট্টা 1

আইপিএল ২০২০র জন্য বিসিসিআই ভিভোর সঙ্গে নিজেদের টাইটেল স্পনসরশিপ চুক্তিকে স্থগিত করে দিয়েছে। এখন এই অবস্থায় বেশকিছু বড়ো ব্র্যান্ডের সঙ্গে পতঞ্জলীও আইপিএলের ত্রয়োদশ মরশুএ টাইটেল স্পনসরশিপ করার দৌড়ে শামিল হয়ে গিয়েছে। বরং রিপোর্টস আসছে যে তারা এই দৌড়ে সবার আগেও রয়েছে।

পতঞ্জলী পেশ করল টাইটেল স্পনসর করার দাবীদারি

আইপিএলের স্পনসরশিপের দৌড়ে এলো পতঞ্জলী, সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের ঠাট্টা 2

ভারত আর চিনের মধ্যে জুন মাসে হওয়া সংঘর্ষের পর ভারতে চাইনিজ প্রোডাক্টের বহিস্কার শুরু হয়ে গিয়েছে। এরপর বিসিসিআইও শেষমেশ চাইনিজ মোবাইল কোম্পানি ভিভোর সঙ্গে আইপিএল ২০২০র জন্য টাইটেল স্পনসরশিপের চুক্তি স্থগিত করেছে। এরপর খবরের মোতাবেক বেশকিছু বড়ো কোম্পানি স্পনসরশিপের জন্য এগিয়ে আসছিল। কিন্তু এখন বাবা রামদেবের পতঞ্জলীও এই দৌড়ে শামিল হয়ে গিয়েছে। পতঞ্জলীর স্পনসরশিপের দৌড়ে শামিল হওয়া সকলের জন্যই বিস্ময়ের বিষয়। পতঞ্জলীর মুখপাত্র এসকে তিজারাওয়ালা ইকোনমিক টাইমসে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিজারাওয়ালা বলেছেন,

“আমরা এই বছর আইপিএলের টাইটেল স্পনসরশিপের ব্যাপারে ভাবছি। কারণ আমরা পতঞ্জলী ব্র্যাণ্ডকে বিশ্ব মঞ্চে নিয়ে যেতে চাই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে এই জন্য একটি প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছি”।

সমর্থক সোশ্যাল মিডিয়ায় করছেন ঠাট্টা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *