আধুনিক যুগের ক্রিকেটে প্রতিনিয়ত ক্রিকেটারদের সামনে নানান সুযোগ এনে দিচ্ছে।মূলত কুড়ি-বিশের ক্রিকেট আসার পর এতদিন সুযোগের অভাবে পিছনে পড়ে থাকা ক্রিকেটাররাও ওপরের দিকে উঠে আসছে।আইপিএল, বিগব্যাশ, সিপিএল এবং বিপিএলের মতো ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় নিজেদের তুলে ধরছেন। এবং সেই ক্রিকেটারদের কাছে পরবর্তী সময়ে জাতীয় দলে উঠে আসার রাস্তাও ক্রমে প্রশস্থ হয়ে যায়।তবে এর মধ্যে আবার অনেক প্রতিভা বিকশিত হওয়ার আগেই ধ্বংস হয়ে যায় শুধুমাত্র আর্থিক সমস্যার ফলে।তার মধ্যে আবার অনেক এমন ক্রিকেটারও রয়েছেন, যাঁরা প্রতিকুল পরিস্থিতির মধ্যেও দৌড়ে চলেছেন।আন্তর্জাতিক ক্রিকেট আকাশে নিজেদের ধ্রুবতারা হিসেবে মেলে ধরার জন্য আর্থিক সমস্যার সমাধানের লক্ষ্যে তাঁরা অন্য কর্মক্ষেত্রেও মাথার ঘাম পায়ে ফেলেছিলেন।পরবর্তী সময়ে মূলধারার ক্রিকেটের স্রোতে গা ভাসিয়ে সেই পুরানো দিনের হাড়-ভাঙা কাজকর্মকে তাঁরা বিদায় জানালেও, আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় উঠে আসার পিছনে সেটা কাজে দিয়েছিল,তা সবাই মেনে নিয়েছেন। এবার দেখে নেওয়া যাক, সেই সব স্টার ক্রিকেটারদের যাঁরা ক্রিকেট দুনিয়ায় নাম করার আগে অন্য পেশার সঙ্গে যুক্ত ছিলেন।