অবসরের পরেই এবার নয়া ভূমিকায় নামলেন পার্থিব প্যাটেল, পেলেন এই বিশেষ দায়িত্ব 1

গত বুধবার সকল ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। ভারতীয় দলের হয়ে একাধিক ম্যাচ খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল এও অত্যন্ত পরিচিত মুখ ছিলেন পার্থিব। দীর্ঘ ১৮ বছরের কেরিয়ারে ইতি টেনে এবার নয়া ভূমিকায় নামতে চলেছেন গুজরাটের এই ক্রিকেটার। এবার আইপিএল এর মঞ্চে নয়া কাজ করতে চলেছেন পার্থিব।

Parthiv Patel Sheds Light On How He Guides RCB's Younger Teammates

সদ্য সমাপ্ত আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ছিলেন পার্থিব। নিজের আইপিএল কেরিয়ারে দুইবার তিনি খেতাব জিতেছেন। ২০১৫ এবং ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে থাকাকালীন জিতেছিলেন আইপিএল। তিন মরশুম তিনি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। আর এবার অবসরের পর টুর্নামেন্টের সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করতে চলেছেন পার্থিব।

Parthiv Patel joins 5-time Indian Premier League champions Mumbai Indians  as talent scout - Sports News

বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে ঘোষণা করা হয়, ফ্র্যাঞ্চাইজির নয়া ট্যালেন্ট স্কাউট হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন পার্থিব প্যাটেল। আর এই ঘোষণার পর উচ্ছ্বসিত হন পার্থিব। এই নয়া ভূমিকা নিয়ে পার্থিব বলেছেন, “মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় আমি বেশ উপভোগ করেছি, আমার স্মৃতিতে সর্বদাই সেই তিনটি বর্নময় বছরের কথা থাকবে। এবার সময় এসেছে নিজের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করার। আমি উদগ্রীব, আত্মবিশ্বাসী এবং কৃতজ্ঞ মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের কাছে এই ফ্র্যাঞ্চাইজিতে এরকম একটি ভূমিকা দেওয়ার জন্য।”

Parthiv Patel bids adieu to all forms of cricket - Mumbai Indians

পাশাপাশি, পার্থিব প্যাটেলের মত এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে নিজেদের সাপোর্ট স্টাফে পেয়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজির মালিক আকাশ আম্বানি। মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাস সম্বন্ধে পার্থিব অনেকটাই অবগত, সে নিয়েও বার্তা রেখেছেন মুকেশ আম্বানির ছেলে। তিনি বলেছেন, “আমি খুবই খুশি পার্থিব প্যাটেল আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সুযোগ হয়েছিল ওনার খেলার দিনগুলিতে ওনার ক্রিকেটীয় বুদ্ধিকে কাজে লাগানোর। আমি আত্মবিশ্বাসী যে আমাদের স্কাউটিং বিভাগকে পার্থিব নিজের ক্রিকেটীয় জ্ঞান দিয়ে ভরিয়ে তুলবেন। আমাদের নীতিধারা সম্বন্ধে অবগত রয়েছেন পার্থিব, আর সেটাই আমরা মুম্বই ইন্ডিয়ান্সে তৈরি করতে চাইছি।”

Parthiv Patel Joins Mumbai Indians As Talent Scout | Cricket News

স্কাউটিং নিয়ে বরাবরই বেশ ভালো ফলাফল পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়ার মত আজকের তারকা ক্রিকেটারদের আবিস্কার করেছে এই ফ্র্যাঞ্চাইজি। আর এবার নয়া প্রতিভা অন্বেষণে বিশেষ ভূমিকা নিতে চলেছেন পার্থিব। ২০০৮ সাল থেকে আইপিএল শুরু হওয়া থেকে তিনি খুব স্বল্প ক্রিকেটারদের একজন, যিনি গত ২০১৯ সাল অবধি প্রতিটি মরশুমেই ম্যাচ খেলেছেন। স্রেফ গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে সুযোগ পাননি পার্থিব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *