বৃহস্পতিবার বিশ্বকাপের দল ঘোষনা করলো পাকিস্তান।আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ডে শুরু হতে চলেছে এই বিশ্ব ক্রিকেট মহারন। ইতিমধ্যে একাধিক তাবড় তাবড় দলগুলো তাদের দলের তালিকা এনেছেন প্রকাশ্যে।সেই তালিকায় আছে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিন আফ্রিকার মতো দলগুলো। এইবার সেই তালিকায় ঢুকে পড়লো পাকিস্তান। এইবার দল ঘোষনার শুরুতেই চমক দিয়েছে পাক ক্রিকেট বোর্ড। এবারের বিশ্বকাপে খেলতে দেখা যাবে না তাদের স্পিডস্টার মহম্মদ আমিরকে।
প্রসঙ্গত, ২০১০ সালে ম্যাচ-ফিক্সিং কান্ডে জরিয়ে গেলে পাঁচ বছরের জন্য সবরকম ক্রিকেট খেলা থেকে নির্বাসিত হয় আমির। একসময় যাকে মনে করা হচ্ছিলো বলের গতিতে করবেন বিশ্বক্রিকেট পরবর্তী সময়েই সেই ব্রাত্য হয়ে পড়লেন ক্রিকেট বিশ্বে। পাঁচ বছরের নির্বাসনের দরুন তিনি খেলতে পারলেন না ২০১১ এবং ২০১৫ এর বিশ্বকাপ। ব্যান ওঠার পর ফের ক্রিকেটে কামব্যাক করলেও ভাগ্য সহায় দিলোনা তার। ফের বিশ্বকাপ খেলার স্বপ্ন অধরাই থেকে গেল আমিরের। যদিও পুরোপুরি আশা ছাড়ার কোনও মানেই হয়না এই তারকা বোলারের কারন এখনও ২৩ শে মে অবধি সময় আছে পাক ক্রিকেট বোর্ডের এবিষয়ে ভাবনা-চিন্তা করার।
বিশ্বকাপের দলে জায়গা না পেলেও বিশ্বকাপের প্রাক্কালে শুরু হতে ইংল্যান্ড সফরে সুযোগ পেয়েছেন আমির। আগামী ৫ ই মে থেকে – ১৯ ই মে অবধি চলা একদিবসীয় সিরিজে নিজেকে প্রমান করার একটা শেষ সুযোগ পাবেন আমির সেখানে। এইবার আসাযাক পাক দলের দিকে । এবারের পাক দলের সবচেয়ে বড়ো চমক বছর ১৯ এর ফাস্ট বোলার মহম্মদ হাসনায়িন। এবছর পিএসএলে ঘন্টায় ১৫০ কিমি স্পিডে বল করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। অন্যদিকে চোট সারিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার মহম্মদ হাফিজ। এবছর ফেব্রুয়ারি মাসে পি এস এল খেলাকালীন আঙুলে চোট পান এই ক্রিকেটার। দলকে নেতৃত্ব দেবেন সরফরাজ আহমেদ।
BREAKING: Pakistan have announced their #CWC19 squad. 🇵🇰 pic.twitter.com/NBlvAc2vbo
— Cricket World Cup (@cricketworldcup) April 18, 2019
একনজরে পাকিস্তান বিশ্বকাপ দল :
সরফরাজ আহমেদ, ফাকার জামান ,ইমান- উল – হক, আবিদ আলী, বাবর আজম, হ্যারিস সোহেল, শোয়েব মালিক, ইয়াদ ওয়াসিম, মহম্মদ হাফিজ, সাদাব খান, হাসান আলি, ফাহিম আশরাফ, জুনেইদ খান, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ হাসনাইন।