দ্রুত দেশে ফিরে আসছে পাক ক্রিকেটার আসিফ আলী।আমেরিকার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তার কন্যা সন্তান।বছর দুয়েকের এই ক্রিকেটার কন্যার ক্যান্সারের চিকিৎসা চলছিলো সেখানে এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।গোটা ঘটনায় এক অসীম শূন্যতার সৃষ্টি হয়েছে পাক ক্রিকেট দল, বর্তমানে সরফরাজরা রয়েছে ইংল্যান্ডে, যেখানে সদ্য ৪ – ০ ব্যবধানে একদিবসীয় সিরিজে পরাজয় স্বীকার করেছেন তারা মর্গ্যানদের বিপক্ষে।

খবরটি প্রথমে প্রকাশ্যে এনেছিলো পাক দলের ক্রিকেট ম্যানেজার।এরপর প্রাক্তন – বর্তমান পাক ক্রিকেটাররা টুইট করে পাশে দাড়িয়েছেন আসিফের।পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে প্রতিনিধিত্ব করেন আসিফ, সেই দলের তরফেও পোস্ট করা হয়েছে একটি শোকবার্তা।
” স্টেজ – ৪ ” এর ক্যান্সারে আক্রান্ত ছিলো এই ক্রিকেটার কন্যা।টুইট করে এমন কঠিন সময় তার মেয়ের জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ করেছিলেন আসিফ।মেয়ে যখন ইহলোক ত্যাগ করেছে ঠিক সেই সময় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রতিনিধিত্ব করতে নেমেছেন আসিফ।রোববারের সেই ম্যাচে ১৭ বলে তিনি করেছেন ২২ রান।পাকিস্তান ম্যাচ হারে ৫৪ রানে।
প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪ – ০ ব্যবধানে হেরেছে সরফরাজরা।প্রতি ম্যাচেই দলে ছিলো আসিফ।করেছেন ১৪২ রান।বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে এই সিরিজকেই পাখির চোখ করেছিলো পাক দল ।কিন্তু ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে বিশেষ কিছু করে উঠতে পারেনি তারা।জেসন রয়,ব্যারিস্টো দের সামনে নিতান্তই সাধারণ মনে হয়েছে শাহিন আফ্রিদি,হাসান আলীদের।
আগামী ২৩ শে মে, এর মধ্যে এবারের বিশ্বকাপে চূড়ান্ত দল ঘোষণা করবে পাকিস্তান।১৫ জনের দলে আশিফের ঢুকে পড়ার সম্ভাবনা উজ্জ্বল।দেশের হয়ে এখনও অবধি ১৬ টি ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন আসিফ।করেছেন ৩৪২ রান।বিশ্বকাপে সরফরাজদের প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।আগামী ৩১ শে মে, হোল্ডারদের বিরুদ্ধে এবারের কাপ অভিযান শুরু সরফরাজ দের।