পাকিস্তান সুপার লীগ: এবারের পাকিস্তান সুপার লীগে ঝড় তুলবেন এবি ডেভিলিয়ার্স, এমনটাই খবর 1
Getty Images

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ক্রিকেটের ‘পোস্টার বয়’ হিসেবে সকলের কাছে আখ্যা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়ার্স। ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রী হিসেবে পরিচিত, আব্রাহাম বেঞ্জামিন ডেভিলিয়ার্স ব্যাট হাতে সবসময়ই গতিশীল এবং অসাধারণ। ইতোমধ্যেই তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন ক্রিকেটে বিশ্বের বিভিন্ন ফাঞ্চাজি টুর্নামেন্টের সাথে।

এবার তিনি সম্ভবত নিজেকে সম্পৃক্ত করতে চলেছেন এশিয়ার অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লীগের সাথে।

পাকিস্তান সুপার লীগ: এবারের পাকিস্তান সুপার লীগে ঝড় তুলবেন এবি ডেভিলিয়ার্স, এমনটাই খবর 2

যখনই দক্ষিণ আফ্রিকা ব্যাট হাতে প্রতিপক্ষের বিরুদ্ধে বিপদের সম্মুখীন হয়েছে তখনই নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য করার চেষ্টা করেছেন এবি ডেভিলিয়ার্স। তাঁর বেপরোয়া ব্যাটিং প্রায়ই প্রতিপক্ষকে মানসিক সমস্যায় ফেলে দেয়। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারের তালিকা করা হলে এব্যাপারে মতবিরোধ থাকার কথা নেই যে এবি ডি ভিলিয়ার্স তালিকার শীর্ষে আছেন। তার নম্র প্রকৃতির কারণে, তিনি এখন এক দশকেরও বেশি সময় ধরে তিনি সকলের কাছে একজন আইকন প্লেয়ার হিসেবে পরিচিত।

ক্রিকেট ক্যারিয়ারের বিগত বছরগুলোতে এবি ডেভিলিয়ার্স প্রায় ১৯,০০০ রান করেছেন ক্রিকেটের সকল ফরমেট মিলিয়ে। সর্বমোট ৪৭ টি শতক হাঁকানোর পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার হয়ে ১০৯ টি অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর, এবি ডেভিলিয়ার্স এর খেলা এখন শুধুমাত্র বিশ্বজুড়ে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতেই দেখতে পায় তাঁর ভক্তরা।

পাকিস্তান সুপার লীগ: এবারের পাকিস্তান সুপার লীগে ঝড় তুলবেন এবি ডেভিলিয়ার্স, এমনটাই খবর 3

গত বেশ কয়েক বছর ধরেই তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। তবে এবার তাকে হয়তো দেখা যাবে পাকিস্তান সুপার লীগেও। এমনই আভাস দিয়েছেন পিএসএল কর্তৃপক্ষ। সম্পৃতি এক টুইট বার্তায় লীগটির কর্তৃপক্ষ জানিয়েছে আগামী আসরে সবার জন্য চমক রয়েছে। এটি কোনো ছোট খাটো চমক নয় বরং বড় ধরনের চমকই হবে বলে দাবি তাদের। তাই অনেকেই ধারণা করছেন এই চমকটি সম্ভবত এবি ডেভিলিয়ার্সই। যদি এই ধারণা সত্যি হয় তাহলে নিঃসন্দেহে ক্রিকেট ভক্তদের জন্য এটি হবে বড় একটি চমক।

চলুন দেখে নিই তাদের টুইটটিঃ

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *