বিসিসিআই' এর গ্রীন সিগ‍ন‍্যাল পাওয়ার অপেক্ষায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড 1

আগামী বছর সেপটেম্বর মাসে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। এক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দলের এই প্রতিযোগীতায় ভাগ নেওয়ার দিকে তাকিয়ে রয়েছে পাক দল। এবং এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাকিস্তানের তরফে বিসিসিআই কে সুযোগ দেওয়া হয়েছে আগামী বছর জুন মাস অবধি। তবে দুই দেশের বর্তমান সম্পর্কের কথা বিবেচনা করলে ভারতের এই টুর্নামেন্টে অংশগ্রহণের সম্ভাবনা যে খুবই ক্ষীণ তা বলার অপেক্ষা রাখে না।

বিসিসিআই' এর গ্রীন সিগ‍ন‍্যাল পাওয়ার অপেক্ষায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড 2

এবিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খানের বক্তব্য, ” আমাদের এখন দেখার বিষয় আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপে ভারত অংশগ্রহণ করতে সম্মতি জানায় কিনা। আগামী বছর জুন মাসের মধ্যে আমরা এবিষয়ে ধারনা পেয়ে যাবো।তবে ভারত না অংশগ্রহণ করলে এই টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত না হতেও পারে “।

এবিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেবে আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যদিও ওয়াসিম খানের তরফে জানানো হয়েছে তারা এই টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত।

বিসিসিআই' এর গ্রীন সিগ‍ন‍্যাল পাওয়ার অপেক্ষায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড 3

দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের চাপানোতরের দরুন ইতিমধ্যে বহুবছর বাইল‍্যাটারাল সিরিজ খেলা হয়নি।যদিও ভারতের বিপক্ষে নিউট্রল ভ‍্যেনুতে সিরিজ খেলতে প্রস্তুত তারা।জানিয়েছেন, ” দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে দারুণ সম্পর্ক।কিন্তু ভারত সরকারের এক্ষেত্রে হস্তক্ষেপ খানিকটা বেশি।ওরা যদি চায় আমরা নিউট্রাল ভ‍্যেনুতে সিরিজ খেলতে প্রস্তুত।”

ইতিমধ্যে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজ খেলতে ব‍্যাস্ত পাকিস্তান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *