ভারত থেকে মাত্র একজন আম্পায়ার সুযোগ পেলো ২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপে 1

আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে বসতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের আসর।সম্প্রতি সেই বিশ্বকাপের আম্পায়ার এবং ম‍্যাচ রেফারির তালিকা প্রকাশিত হয়েছে আইসিসির তরফে।এবং সেই তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে সুযোগ পেয়েছেন সুন্দরম রবি।

ভারত থেকে মাত্র একজন আম্পায়ার সুযোগ পেলো ২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপে 2

প্রসঙ্গত, সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন এই আম্পায়ার আইপিএলে একটি ম‍্যাচে সিদ্ধান্ত কে কেন্দ্র করে।মুম্বাই বনাম ব‍্যাঙ্গালোরের সেই ম‍্যাচে তার ” শেষ বলে নো বল না দেওয়া ” বিতর্ক কে কেন্দ্র করে ঋতিমতো সরগরম হয়ে ওঠে ভারতীয় ক্রিকেট মহল।খোদ বিরাট কোহলি এই বিষয়টি কে নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন।যদিও গতমাসে আইসিসি’র এলিট প‍্যানেলে একমাত্র ভারতীয় হিসেবে সুযোগ পেয়েছিলেন রবি।

ভারত থেকে মাত্র একজন আম্পায়ার সুযোগ পেলো ২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপে 3

অন‍্যদিকে , কেরিয়ারে ছয় নম্বর বিশ্বকাপে ম‍্যাচ রেফারির ভূমিকায় নামতে চলেছেন শ্রীলঙ্কার রন্জন মাদুগেলে।ম‍্যাচ রেফারি হিসেবে কেরিয়ারের চার নম্বর বিশ্বকাপে খেলাতে নামছেন ক্রিস ব্রড এবং জেফ ক্রো।আম্পায়ার হিসাবে নিজের পন্চম বিশ্বকাপে অংশগ্রহণ করছেন আলিম দার।এবং শেষ বারের মতো এবছর বিশ্বকাপে দেখা যাবে ইমান গুড কে।প্রসঙ্গত, বছর ৬১ এর আম্পায়ার ১৯৮৩ এর বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে অংশগ্রহণ করেছিলেন।এটাই তার চার নম্বর বিশ্বকাপ।

ভারত থেকে মাত্র একজন আম্পায়ার সুযোগ পেলো ২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপে 4

এবছর বিশ্বকাপের প্রথম ম‍্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং দক্ষিন আফ্রিকা।প্রথম ম‍্যাচে ম‍্যাচ রেফারির ভূমিকায় থাকতে চলেছেন ১৯৮৭ সালের অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ডেভিড বুন।আম্পায়ারদের ভূমিকায় থাকছেন কুমার ধর্মাসেনা এবং ব্রুস ওক্সেসফোর্ড।এবং তৃতীয় আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে পল রিফেল কে।

 

২০১৯ এর বিশ্বকাপের ম‍্যাচ অফিসিয়ালের তালিকা :

ম‍্যাচ রেফারি : ক্রিস ব্রড, ডেভিড বুন, এ্যন্ডি পাইক্রফ্ট, জেফ ক্রো, রন্জন মাদুগেলে, রিচি রিচার্ডসন

আম্পায়ার : আলিম দার, কুমার ধর্মাসেনা, এরাসমুস, গ‍্যাফানে, ইয়ান গুড, ইলিংওর্থ, কেটেলবোরো,নাইজেল লং,ওক্সেসফোর্ড, এস রবি, পল রিফেল, রড টাকার,জোয়ে উইলসন, মাইকেল গো, পল উইলসন,পালিয়াগুরুগে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *