ইন্ডিয়াম প্রিমিয়ার লীগ (আইপিএল) ভারতের মানুষদের জন্য এক উৎসবের মত। এ আইপিএল উৎসবের ভারতীয়রা আকুল হয়ে প্রতীক্ষা করেন। যদিও আইপিএল ভারতই নয় বরং বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় টি-২০ ক্রিকেট লীগ।আর কিছু মাস পরেই আইপিএল ২০১৯ আয়োজিত হতে চলেছে। এর মধ্যেই আইপিএল ২০১৯ এর নিলাম প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। আইপিএল ২০১৯ এর জন্য দু’বারের চ্যাম্পিয়ন কেকেআর যথেষ্ট ভালো দল তৈরি করেছে। আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনে কেকেআরের সম্ভাব্য প্লেয়িং ইলেভেনের ব্যাপারে জানাতে চলেছি।
আইপিএল ২০১৯ এর প্রবল দাবীদার দল হল কেকেআর
কলকাতা নাইট রাইডার্সের দল আইপিএল ২০১৯এর প্রবল দাবীদার দলগুলির মধ্যে একটি। কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০১৯ এর নিলামে যথেষ্ট ভালো দল কিনেছে আর তাদের দল দেখার পর ক্রিকেটের পন্ডিতরা তাদের আইপিএল ২০১৯ এর প্রবল দাবীদার মনে করছেন।
এই রকম হল কেকেআরের সম্পুর্ণ দল
দীনেশ কার্তিক (অধিনায়ক), রবিন উথাপ্পা, ক্রিস গেইল, অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন, শুভমান গিল, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, শিভম মাভি, নীতিশ রানা, রিঙ্কু সিং, কমলেশ নাগরকোটি, কার্লোশ ব্রেথওয়েট, লৌকি ফার্গুসন, এনরিচ নোতর্জ, নিখিল নাইক, হ্যারি গার্নে, পৃথ্বী রাজ, জে ডেনলি
এই রকম হল আইপিএল ২০১৯ এর জন্য কেকেআরের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন
ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা,দীনেশ কার্তিক (অধিনায়ক), নীতিশ রানা, শুভমান গিল,অ্যান্দ্রে রাসেল, কমলেশ নাগরকোটি, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, লৌকি ফার্গুসন
কেকেআরের এই প্লেয়িং ইলেভেন যথেষ্ট ভারসাম্য দেখাচ্ছে। এই প্লেয়িং ইলেভেন আইপিএলের যে কোনো দলকেই হারানোর শক্তি রাখে। কেকেআরের দল ২০১২ আর ২০১৪য় আইপিএলের খেতাব জিতেছে। ফলে ২০১৯ আইপিএলেও তৃতীয়বার কেকেআর খেতাব নিজেদের দখলে নিতে পারে।