স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার আইপিএল চলাকালীন নিজেদের এক বছরের ব্যান শেষ করে ফেলেছিলেন। তাদের উপর এক বছরের ব্যান লেগেছিল কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের বলের সঙ্গে ট্যাম্পারিং করতে পাওয়া গিয়েছিল। এখন আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন ওয়েস্টইন্ডিজের নিকোলস পুরণকেও বলের সঙ্গে ট্যাম্পারিং করতে পাওয়া গিয়েছে।
ওয়েস্টইন্ডিজের নিকোলস পুরণ করলেন বল ট্যাম্পারিং
লখনৌতে আজ আফগানিস্তান আর ওয়েস্টইন্ডিজের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচ খেলা হচ্ছে। যেখানে তরুণ উইকেটকিয়াপ্র ব্যাটসম্যান নিকোলস পুরণকে বলের সঙ্গে ট্যাম্পারিং করতে পাওয়া গিয়েছে। এই ম্যাচের ৩৪তম ওভারে বল করতে আসেন আলজারি জোসেফ। তার বলেই নিকোলস পুরণ বলে সাইন আনার প্রচেষ্টায় নখ লাগিয়ে নিজের লোয়ারের সঙ্গে ঘষছিলেন। যা কিন বল ট্যাম্পারিং মানা হয়ে থাকে। যদিও এখনো পর্যন্ত আইসিসির তরফে এই ঘটনায় কোনো বয়ান আসেনি। এখন দেখার যে ম্যাচ শেষ হওয়ার পর রেফারি কি বড়ো বয়ান দেন। যদি এই মামলা সঠিক পাওয়া যায় তো তার উপর কিছু ম্যাচে ব্যান লাগতে পারে।
Hmm… 🤔#MeninMaroon #AFGvWI #AfgvsWI #WIvAFG @ACBofficials @windiescricket pic.twitter.com/my9MNjTkQI
— Paulami Chakraborty (@Polotwitts) 11 November 2019
আফগানিস্তান করল চ্যালেঞ্জিং স্কোর
ম্যাচে ওয়েস্টইন্ডিজ দল টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। যার পর তারা ভালো শুরুও করেছিল কিন্তু এরপর হজরতউল্লাহ জজই ৫০ রান আর আসগর আফগান ৮৬ রান আর অভিজ্ঞ মহম্মদ নবী অপরাজিত ৫০ রান করে। যার সাহায্যে আফগানিস্তান দল ৭ উইকেটে ২৪৯ রান করে। এই ম্যাচে কিমো পল ওয়েস্টইন্ডিজের হয়ে ৩ উইকেট নেন। এই লক্ষ্য তাড়া করতে নেমে কায়রণ পোলার্ডের দল ভালো শুরু করে। তারা ম্নিজেদের ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১ রান করে। মাঠে এখনো ব্রেণ্ডন কিং আর উইকেটকিপার শাই হোপ উপস্থিত রয়েছেন।
সিরিজ নিজেদের নামে করে ফেলেছে ওয়েস্টইন্ডিজ
এই সিরিজের প্রথম দুটি ম্যাচে জয় লাভ করে ওয়েস্টইন্ডিজের দল সিরিজ নিজেদের নামে করে ফেলেছে। একদিনের সিরিজের পর এই দুই দলের মধ্যে টি-২০ সিরিজও শুরু হবে। আফগানিস্তান তারপর ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচও খেলবে। এই ম্যাচে আফগানিস্তান দল ভালো প্রত্যাবর্তন করেছে।