IND vs NZ: একদিনের সিরিজে আগাগোড়া আধিপত্য রেখে নিউজিল্যান্ডকে হারিয়েছিলো ভারত। শুভমান গিল, মহম্মদ সিরাজদের দাপটে মাথা তুলেই দাঁড়াতে পারেন নি কিউইরা। কিন্তু ফর্ম্যাট বদলাতেই ভাগ্য বদলেছে দুই দলের। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিশেষজ্ঞদের যাবতীয় হিসেবনিকেশ উলটে ভারতকে ধরাশায়ী করেছে নিউজিল্যান্ড। রাঁচিতে টসজয়ী ভারত অধিনায়ক হার্দিকের আমন্ত্রণে প্রথমে ব্যাটিং করে ‘ব্ল্যাক ক্যাপস’ দল। ডেভন কনওয়ে […]
Category: New Zealand Tour Of India
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। হার্দিক পান্ডিয়া টি-২০ দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে, রোহিত শর্মা ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন। এর পাশাপাশি শিবম মাভি, মুকেশ কুমারের মতো খেলোয়াড়দেরও নির্বাচিত করা হয়েছে। দীর্ঘদিন পরে দলে ফিরেছেন পৃথ্বী শ। অন্যদিকে, দলে নেই শিখর ধাওয়ান ও সন্জু স্যামসনের মতো খেলোয়াড়রা।
টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল
হার্দিক পান্ডিয়া (সি), সূর্যকুমার যাদব (ভিসি), ইশান কিশান (উইকেটরক্ষক), আর গায়কওয়াড়, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, ওয়াই চাহাল, আরশদীপ সিং, ওমরান মালিক , শিবম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার
টি-২০ সিরিজের জন্য নিউজিল্যান্ড দল
মিচেল স্যান্টনার (সি), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, বেন লিস্টার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল রিপন, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার
ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল:
রোহিত শর্মা (সি), শুভমান গিল, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (ভিসি), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মো. শামী, মো. সিরাজ, ওমরান মালিক
ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড দল:
টম ল্যাথাম (সি), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, ইশ সোধি
ভারত বনাম নিউজিল্যান্ড ODI সিরিজের সময়সূচী
১৮ই জানুয়ারী ২০২৩ – রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ-১.৩০ PM (IST)
২১ই জানুয়ারী ২০২৩ -শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়াম, রায়পুর-১.৩০ PM (IST)
২৪ই জানুয়ারী ২০২৩ -হোলকার ক্রিকেট স্টেডিয়াম, ইন্দোর-১.৩০ PM (IST)
ভারত বনাম নিউজিল্যান্ড T20 সিরিজের সময়সূচী
২৭ই জানুয়ারী ২০২৩ -জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্স, রাঁচি-৭.০০ PM (IST)
২৯শে জানুয়ারী ২০২৩ -ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ-৭.০০ PM (IST)
১লা ফেব্রুয়ারি ২০২৩ -নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, লখনউ-৭.০০ PM (IST)
………………………………………………………………………….