IND vs NZ: “হার্দিকের ইগোর জন্যই দলে নেই পৃথ্বী…” দ্বিতীয় ম্যাচের একাদশ সামনে আসতেই নেটমাধ্যমে তোপের মুখে অধিনায়ক!!

IND vs NZ: লক্ষ্ণৌর মাঠে আজ টি-২০ সিরিজে টিকে থাকার লড়াই ভারতের। নিউজিল্যান্ডকে একদিনের সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করে যে ফর্মের শিখরে ছিলো ভারতীয় দল, সেখান থেকে একধাক্কায় হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের রুক্ষ জমিতে এনে ফেলেছে প্রথম টি-২০তে হার। রাঁচিতে কিউইদের কাছে ২১ রানে পরাজয় স্বীকার করে নিতে হয়েছে ‘টিম ইন্ডিয়া’কে। প্রথম ইনিংসে ডেভন কনওয়ে, ফিন […]