IND vs NZ: “কৃতিত্ব প্রাপ্য আমাদের বোলারদের…” হারলেও দলের খেলায় তৃপ্ত কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার !!

IND vs NZ:একদিনের সিরিজে যে নিউজিল্যান্ডকে দেখেছিলো ক্রিকেটবিশ্ব, ফর্ম্যাট বদলাতেই যেন সম্পূর্ণ উধাও তারা। টম ল্যাথামের নেতৃত্বাধীন দল’কে ৩-০ ফলে হোয়াইটওয়াশ করেছিলো ভারতীয় দল। ব্যাটিং-বোলিং হোক বা ফিল্ডিং, ‘টিম ইন্ডিয়া’র সামনে খড়কুটোর মত উড়ে গিয়েছিলেন কিউইরা। কিন্তু মিচেল স্যান্টনারের অধিনায়কত্বে এই টি-২০ দল যে আলাদা ধাতুতে গড়া, তার প্রমাণ প্রতিটি ম্যাচে দিচ্ছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে […]