নিউজিল্যান্ড আর ভারতের মধ্যে আজ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচ খেলা হয়েছে। কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। ভারতীয় দলে আজ শুভমান গিল ডেবিউ করার সুযোগ পান। অন্যদিকে খলিল আহমেদকেও মহম্মদ শামির জায়গায় দলে শামিল করা হয়। এই ম্যাচ হ্যামিলটনের মাঠে অনুষ্ঠিত হয়েছে। নিউজিল্যাণ্ড এই ম্যাচ সহজেই ৮ উইকেটে জিতে নিয়েছে।
ভারতের খারাপ শুরুয়াত
সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে যাওয়া ভারতীয় দল আজ খারাপ শুরুয়াত করে। ওপেনিং ব্যাটসম্যান শিখর ধবন আর রোহিত শর্মা আজ বিশেষ কিছুই অরতে পারেন নি। ধবন ১৩ আর রোহিত ৭ রান করে আউট হন। এরপর ভারতের উইকেট পরার ধারা শুরু হয়ে যায়। মিডল অর্ডারে অভিজ্ঞ রায়ডু আর দীনেশ কার্তিক নিজেদের খাতাও খিলতে পারেন নি। শুভমান গিলও মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
চহেল আর কুলদীপ করেন লড়াই
ভারতের ব্যাটিংয়ে কুলদীপ যাদব আর যজুবেন্দ্র চহেল ভারতের হয়ে সবচেয়ে বড়ো পার্টনারশিপ গড়েন। দুজনে নবম উইকেটের জন্য ২৫ রান যোগ করেন। ভারতের হয়ে সবচেয়ে বেশি ১৮ রান চহেল করেন। তিনি ছাড়াও হার্দিক পাণ্ডিয়া ৬ আর কুলদীপ যাদব ১৫ রান করেন। ভারতীয় ইনিংস মাত্র ৯২ রানেই শেষ হয়ে যায়। নিউজিল্যাণ্ডের হয়ে জোরে বোলার ট্রেন্ট বোল্ট ৫, কলিন ডি গ্র্যান্ডহোম ৩, টড অ্যাস্টল আর জিমি নিশম ১টি করে উইকেট নেন।
নিউজিল্যাণ্ড সহজেই হাসিল করে লক্ষ্য
নিউজিল্যাণ্ড ৯৩ রানের লক্ষ্য তাড়া বিস্ফোরকভাবে করে। মার্টিন গুপ্তিল প্রথম তিন বলেই ১৪ রান করে দেন। কিন্তু চতুর্থ বলেই তিনি প্যাভিলিয়নে ফিরে যান। এরপর অধিনায়ক কেন উইলিয়াসনও মাত্র ১১ রান করেন। হেনরি নিকোলস আর রস টেলর মিলে দলকে ২১২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দেন। টেলর ৩৭ আর নিকোলস ৩০ রান করেন। নিউজিল্যাণ্ড ৮ উইকেটে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয়। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ২টি উইকেট নেন।