শ্রীলঙ্কা ড্রেসিং রুমে বড় ধাক্কা। তৃতীয় ও চতুর্থ একদিনর ম্য়াচে পাওয়া যাবে না অধিনায়ক উপুল থারাঙ্গাকে। ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও চতুর্থ ওয়ান-ডে ম্য়াচে শ্রীলঙ্কা দলকে নেতৃত্বে দেওয়ার জন্য় টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমলকে ফিরিয়ে আনছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। না, অধিনায়ক বদল নয়। সীমিত ওভারের ক্রিকেট দলনায়কে দু‘টি ম্য়াচের জন্য় নির্বাসিত করছেন আইসিসি‘র ম্য়াচ রেফারি। কারণ, পাল্লেকেলেতে বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান-ডে ম্য়াচে অত্য়ন্ত ধীর গতিতে বল করেছে লঙ্কান টিমের বোলাররা। স্লো-ওভার রেটের কারণে শ্রীলঙ্কান ক্য়াপ্টেনকে ম্য়াচ রেফারির কোপে পড়তে হল।
শ্রীলঙ্কা-ভারত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্য়াচের আইসিসি‘র ম্য়াচ রেফারি অ্য়ান্ডি পাইক্রফ্ট শ্রীলঙ্কাকে দোষী পেয়েছেন। নির্ধারিত সময়ে তিন ওভার কম বল করে শ্রীলঙ্কা। কোনও টিম নির্ধারিত সময়ের মধ্য়ে ওভার শেষ করতে না পারলে আইসিসি‘র নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দলের অধিনায়ককে তার সাজা ভোগ করতে হয়। আর সেই কারণেই থারাঙ্গাকে দু‘ম্য়াচের জন্য় নির্বাসিত করা হল। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্য়াচটি ভারত প্রায় হারের কিনারা থেকে ফিরে জিতে নেয় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বোলার ভুবনেশ্বর কুমারের ব্য়াটিংয়ের কল্য়াণে। একসময় ২১ ওভার ২ বলে ভারতের রান ছিল ১৩১ রান ৭ উইকেটের বিনিময়ে। ওই জায়গা থেকে দলকে টেনে তোলেন ধোনি এবং ভুবি সঙ্গে নিয়ে ১০০ রান যোগ করেন অষ্টম উইকেটের জুটিতে।
এর আগে, গত জুনে অনুষ্ঠিত আইসিসি চ্য়াম্পয়িন্স ট্রফিতে স্লো-ওভাররেটের জন্য় থারাঙ্গাকে নির্বাসিত হয়ে হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টুর্নামেন্টে তাদের প্রথম ম্য়াচে নির্ধারিত সময়ের মধ্য়ে কোটার ওভার শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। দু‘ম্য়াচের জন্য় নির্বাসিত হওয়ায় পরবর্তী দু‘টি ম্য়াচে ড্রেসিং রুমে বসে কাটাতে হয়েছিন শ্রীলঙ্কার সীমিত ওভারের ক্রিকেট দলনায়ককে।
এদিকে, ওপেনার ধনুষ্কা গুনরত্নেকেও আগামী দু‘টি ম্য়াচে পাচ্ছে না শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্য়াচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট লাগে তাঁর। তাঁর জায়গায় লাহিরু থিরিমান্নে ওপেন করতে নামবেন। চার নম্বরে ব্য়াট করতে নামবেন চান্দিমল। এদিন, ম্য়াচ রেফারি থারাঙ্গাকে দু‘ম্য়াচে জন্য় নির্বাসিত করার পরই শ্রীলঙ্কার জাতীয় নির্বাচকরা তড়িঘড়ি বৈঠকে বসেন অন্তর্বর্তী অধিনায়ক বেছে নেওয়ার জন্য়। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের ঘোষিত দলে তেমন কাউকে না পাওয়ায় টেস্ট অধিনায়ক চান্দিমলকে একদিনের সিরিজে দলে অন্তর্ভুক্ত করতে বাধ্য় হল তাঁরা।
সূত্রের খবর, চামারা কাপুগেদেরাকে পরবর্তী অধিনায়ক করা হতে পারে বলে শ্রীলঙ্কা বোর্ডের ভোতরে খবরে থাকলেও, তাঁকে অধিনায়ক করা হলো না। কারণ, তিনি এখন ফর্মে নেই বলে নির্বাচকরা আর তাঁর ওপর চাপ দিতে চাননি। অবশ্য়, শ্রীলঙ্কা বোর্ডের বেশিরভাগ কর্তাই চান্দিমলের বা থিরিমান্নেকে অধিনায়ক হিসেবে চাইছিলেন থারাঙ্গার অনুপস্থিতিতে।