মুম্বই: সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনের দিন ঘোষণা করা হয়ে গিয়েছে। চলতি মাসের ১০ তারিখে বসবে কোচ নির্বাচনের আসর। সেদিন আবেদনকারীদের ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অ্যাডভাইজরি কমিটির সামনে ইন্টারভিউ নেওয়া হবে। শোনা যাচ্ছে, রবি শাস্ত্রী, বীরেন্দ্র সহবাগ ও টম মুডির মধ্যে কাউকে কোচ হিসেবে বেছে নেওয়া হবে। আর এই ক্ষেত্রে ভারত অধিনায়ক বিরাট কোহলির মতামত একেবারেই নেওয়া হবে না।
অনিল কুম্বলের ইস্তাফার পর বিরাট কোহালিদের কোচের পদে আবেদন করার সময়সীমা বাড়িয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জুলাই পর্যন্ত সময় পাওয়া যাবে ভারতীয় দলের কোচের পদে আবেদন করার জন্য। একই সঙ্গে বোর্ড জানিয়ে দেয়, আগে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের আর নতুন করে আবেদনপত্র পাঠাতে হবে না। নতুন করে কোচের জানলা খুলে যাওয়ায় নানা বিকল্পই হাতে উঠে আসে। কোহালি এবং ক্রিকেটারদের কাছে সব চেয়ে পছন্দের নাম হয়ে ওঠেন রবি শাস্ত্রী।

এর আগে কোচ পদে আবেদন করবেন না বলে ঘোষণা করেছিলেন রবি শাস্ত্রী। তার মত ছিল, জাতীয় দলের কোচ করতে হলে বিসিসিআইয়ের পক্ষ থেকে তার কাছে অনুরোধ আসতে হবে। অবশেষে অ্যাডভাইজরি কমিটির সদস্য শচীন তেন্ডুলকরের হস্তক্ষেপে আবেদন করতে রাজী হন শাস্ত্রী।
এছাড়া কোচ পদে আবেদন করার মধ্যে প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ ও অজি কোচ টম মুডি নতুন কোচ হওয়ার দৌড়ে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ডিরেক্টর রবি শাস্ত্রীর সঙ্গে। বোর্ডের এক কর্তা এই বিষয়ে বলে দেন, ‘ভারতীয় কোচের লড়াইটা মূলত তিনজনের মধ্যে। এরা হলেন রবি শাস্ত্রী, বীরেন্দ্র সহবাগ ও টম মুডি। এদের মধ্যেই কেউ বিরাটদের হেড কোচ হবেন।’
প্রাক্তন ডিরেক্টর হিসেবে ধোনি, কোহালিদের সঙ্গে এর আগেও কাজ করেছেন শাস্ত্রী। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় পরপর আটটি টেস্টে হেরে বিপর্যস্ত দলে বিশ্বাস ফিরিয়েছিলেন তিনি। তাঁর অধীনে অস্ট্রেলিয়ায় গিয়ে একদিনের সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছে ভারত। পঞ্চাশ ওভারের বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে দল। তারওপর বিরাট কোহালি এবং ক্রিকেটারদের কাছে সব চেয়ে পছন্দের নাম রবি শাস্ত্রী। বিরাট নিজেও শাস্ত্রীকে সমর্থন জানিয়েছে। তবে কোচ নির্বাচনের ক্ষেত্রে তাঁর মতামত যে নেওয়া হবে না, তা জানিয়ে দিয়েছেন সেই কর্তা। তিনি বলে দেন, ‘কোচ নির্বাচনের কোহলির ব্যক্তিগত পছন্দকে মাথায় রাখা হবে না। বোর্ড কর্তারাও এই বিষয়ে মাথা ঘামাবে না। অ্যাডভাইজরি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গন্য করা হবে।’