সব সময় খবরের শিরোনামে থাকাটা যেন অভ্যাসে পরিণত হয়েছে ভারতীয় ক্রিকেট টীমের অধিনায়ক বিরাট কোহলির। কখনও দুর্দান্ত পারফরমেন্স, আবার কখনও সোশাল মিডিয়ায় ট্রল হয়ে। তবে এবারে বিরাট কোহলির নামের পাশে জুড়লো ‘অসভ্য’ শব্দটি। তাকে অসভ্য ক্রিকেটার হিসাবে গণ্য করেন বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
তা হঠাৎ বিরাটকে ‘অসভ্য’ বলে আক্রমণ কেন করলেন নাসির ?
পরথ টেস্টে ভারতের অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। খেলার মাঝেই দুই অধিনায়কের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অবশেষে অশান্তি চরমে উঠলে , আম্পায়ার ক্রিস গাফানে গিয়ে পরিস্থিতি সামাল দেন। এই ঘটনাই নজর কেড়েছে নাসিরুদ্দিনের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরাটকে ‘বত্তামিজ’ বলে টুইট করেন নাসির।
পরবর্তীতে নাসির ফেসবুকে লেখেন , “বিরাট কোহলি পৃথিবীর সেরা ব্যাটসম্যান হলেও , তাঁর ব্যবহার মোটেই ভালো নয়. বিরাটের খেলার দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে না , কিন্তু বিরাটের অহংকার প্রচুর“।