চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর কী টুইট করলেন গৌতম গম্ভীর! পড়লে অবশ্য আবেগী হয়ে উঠতে হবে 1

বিশেষ প্রতিবেদন: বারবার নিজেকে প্রমাণ করেছেন গৌতম গম্ভীর। ব্যাট হাতে রান করে দিয়েছেন সমালোচনার জবাব। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। এরপর ২০১১ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। এই দুই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই বাঁ হাতি ওপেনারটি। তবে নিজের কেরিয়ারটা যেভাবে এগোতে চেয়েছিলেন গম্ভীর, সেটা তিনি শেষ পর্যন্ত করে উঠতে পারেননি। ভারতীয় দল থেকে নিজের জায়গা হারানোর পর এখনও জাতীয় দলের নীল জার্সি গায়ে তুলতে সক্ষম হননি। তবে হারানো জায়গা পুনরুদ্ধার করতে না পারায় কখনই মুষড়ে পড়েননি দিল্লির এই ক্রিকেটারটি। বরং লড়াই করে ফিরে আসার জন্য বারবার নিজেকে তৈরি করেছেন।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পেয়ে হতাশায় একি বললেন সুরেশ রায়না!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রায় প্রতিটা মরশুমেই রান করেছেন গম্ভীর। সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও গড়ে তুলেছেন রানের পাহাড়। এর ফলে নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলে জায়গা করে নেন তিনি। এরপর ফের তিনি বাদ পড়ে যান। তবে তাতে গম্ভীরের পারফরমেন্সে কোন ছেদ পড়েনি। চলতি আইপিএলে ১২টি ম্যাচে ৪৭ গড়ে করে ফেলেছেন ৪২৫ রান। তাও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার ১৫জনের দলে জায়গা হয়নি তাঁর।

ধোনিতে ভরসা, তবে পন্থকেই ভবিষ্যত বলছেন বোর্ডের এই নির্বাচক প্রধান

লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন তাঁর জায়গায় দলে ঢুকতে চলেছেন গৌতম গম্ভীর। তবে নির্বাচকরা তাঁকে বাদ দিয়ে ফের ভরসা করেছেন শিখর ধাওয়ানের ওপর। অজিঙ্ক রাহানেকে রাখা হয়েছে ব্যাক আপ ওপেনার হিসেবে। রান পেলেও, জায়গা হয়নি কেকেআর অধিনায়কের। তবে ৩৫ বছরের ক্রিকেটারটি বুঝিয়ে দিয়েছেন, তিনি হাল ছাড়তে নারাজ। লড়াই চালিয়ে যেতে তিনি মরিয়া। ভারতীয় টিমে জায়গা না পাওয়ার পর মুহাম্মদ আলি’র একটি বিখ্যাত উক্তি রি-টুইট করেন তিনি। গম্ভীর লেখেন, ‘আমার সব জয়ের জন্য নিজেকে ধন্য মনে করি। তবে নিজের হারগুলিকে বেশি করে ধন্যবাদ জানাতে চাই। কারণ ওই হারগুলি আমাকে কঠিন পরিশ্রম করতে সাহায্য করেছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর কী টুইট করলেন গৌতম গম্ভীর! পড়লে অবশ্য আবেগী হয়ে উঠতে হবে 2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *