IPL-12: মুম্বাই ইন্ডিয়ান্স শেয়ার করল যুবরাজ সিংয়ের ১২ নম্বরের জার্সি, তো সোশ্যাল মিডিয়ায় মানুষ এভাবে ব্যক্ত করলেন প্রতিক্রিয়া 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আগামি মরশুমের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আইপিএলের ১২তম মরশুমের শুরু হতে এখন মাত্র কিছু দিনই বাকি রয়েছে। যদি একে গুনতির হিসেবে দেখে হয় তো আইপিএল ১২র শুরুয়াত হতে এখন মাত্র ১৬দিনই রয়ে গেছে।

মুম্বাই ইন্ডিয়ান্স যুবরাজ সিংয়ের জার্সি করল প্রকাশ

দেখতে দেখতেই আইপিএলের দ্বাদশ মরশুমের শুরুয়াত হতে চলেছে আর এই অবস্থায় সমস্ত দলই নিজেদের বাকি থাকা প্রস্তুতিকে পূর্ণ করতে উঠেপড়ে লেগেছে।

এই প্রস্তুতিতে এখন সমস্ত ফ্রেঞ্চাইজির নজর আইপিএল-১২র জন্য নিজেদের জার্সি লঞ্চিংয়ের উপর রয়েছে আর এরই অন্তর্গত এই মরশুমের জন্য আইপিএলের অন্যতম সফল দলগুলির একটি মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের জার্সিকে জারি করেছে।

যুবরাজ সিংয়ের সঙ্গে মিলে মুম্বাই ইণ্ডিয়ান্স নিজেদের নতুন জার্সির করল অনাবরণ

মুম্বাই ইন্ডিয়ান্স যুবরাজ সিংয়ের সঙ্গে মিলে নিজেদের নতুন জার্সি যা ২০১৯এ পড়া হবে তার অনাবরণ করেছে। এতে তারা যুবরাজ সিংয়ের জার্সি নম্বর ১২কেও প্রদর্শিত করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি ব্লু কালারের,যার মধ্যে সোনালী কালারের চকমকে পট্টিও মজুত রয়েছে যা তারা গত বেশ কিছু বছর ধরে পরে আসছে।
IPL-12: মুম্বাই ইন্ডিয়ান্স শেয়ার করল যুবরাজ সিংয়ের ১২ নম্বরের জার্সি, তো সোশ্যাল মিডিয়ায় মানুষ এভাবে ব্যক্ত করলেন প্রতিক্রিয়া 2
যুবরাজের জার্সি লঞ্চিংয়ের পর থেকেই টুইটারে জোরদার প্রতিক্রিয়া দকেহতে পাওয়া যাচ্ছে। যুবরাজ সিংয়ের ভক্তরা ভীষণই খুশি আর তারা যুবরাজের জার্সিকে টুইট করে নিজেদের রায় ব্যক্ত করেছেন।

এই বছরই মুম্বাই ইন্ডিয়ান যুবরাজ সিংকে বানিয়েছেন নিজেদের সদস্য

মুম্বাই ইন্ডিয়ান্স এবার ভারতের সিক্সার কিং বলে পরিচিত যুবরাজ সিংয়ের উপর বাজি ধরেছে আর যুবরাজ সিং এর আগে গত বছর কিংস ইলেভেন পাঞ্জাব দলের সদস্য ছিলেন কিন্তু তারা যুবিকে রিলিজ করে দেওয়ায় মুম্বাই যুবিকে তার বেস প্রাইসে কিনে নেয়।
IPL-12: মুম্বাই ইন্ডিয়ান্স শেয়ার করল যুবরাজ সিংয়ের ১২ নম্বরের জার্সি, তো সোশ্যাল মিডিয়ায় মানুষ এভাবে ব্যক্ত করলেন প্রতিক্রিয়া 3
আপনাদের জানিয়ে দিই যে যুবরাজ সিং গত দীর্ঘ সময় ধরে ভারতীয় দলে ফিরে আসার রাস্তা খুঁজে চলেছেন কিন্তু তিনি সফলতা পাচ্ছেন না।আর আইপিএলে কোনোভাবে ভালো প্রদর্শঙ্করে তিনি সুযোগের ফায়দা তোলার চেষ্টা করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *