জয়ের পর কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে মজা ওড়ালো মুম্বই ইন্ডিয়ান্স 1

বরাবরই আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের কাছে অবস্থা খারাপ হয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের। আইপিএল-এর সকল মুখোমুখি লড়াইয়ের মধ্যে সবথেকে খারাপ রেকর্ড রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। আর সেই ধারা আবারও চলল গতকাল। আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণের পঞ্চম ম্যাচে আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ৪৯ রানে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

KKR vs MI Highlights, IPL 2020: Mumbai Indians crush Kolkata Knight Riders by 49 runs | Cricket News - Times of India

ম্যাচের পর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ট্রোল পোস্ট হয়। একদিকে ১৬ কোটি টাকা দিয়ে কেনা অসি পেসার প্যাট কামিন্সের জঘন্য পারফর্মেন্স নিয়ে ট্রোল, অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে হারের রেকর্ড বজায় রাখার জন্য নাইট রাইডার্সকেও ট্রোল করে চলেছে নেটিজেনরা। কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্সকে একেবারে সরাসরি খোঁচা মারল মুম্বই ইন্ডিয়ান্স।

KKR vs MI: कोलकाता की बड़ी हार, मुंबई ने 49 रनों से हराया - KKR vs MI IPL 2020 Live Mumbai Indians won against Kolkata Knight Riders in abu dhabi rohit sharma

গতকাল নিজেদের টুইটারে একটি পোস্ট করে মুম্বই, যেখানে লেখা ছিল ২০ – ০৬। শুধুমাত্র সংখ্যা থাকলেও এর আসল অর্থ ছিল অন্য। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হেড টু হেডে এই ফলাফল রয়েছে। অর্থাৎ আইপিএল-এর ১৩ বছরের ইতিহাসে এখনও অবধি কলকাতা নাইট রাইডার্স মাত্র ছয়বার হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে, যেখানে মুম্বই হারিয়েছে ২০ বার।

অধিনায়ক বদলের সুর কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের

গতকালের ম্যাচে জঘন্য পারফর্মেন্সের পর কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা সরাসরি দোষ দেন দীনেশ কার্তিকের অধিনায়কত্বের উপর। গোটা ম্যাচে ভুল ফিল্ড প্লেসমেন্ট এবং বোলিংয়ের বাজে অদলবদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তারা। এছাড়াও রাহুল ত্রিপাঠীর জায়গায় আইপিএল-এ চরম ফ্লপ নিখিল নায়ক এবং কমলেশ নাগারকোটির জায়গায় সন্দীপ ওয়ারিয়রের খেলানোর সিদ্ধান্ত নিয়ে খুশি নন কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা।

KKR vs MI Head to Head Records | Kolkata Knight Riders vs Mumbai Indians H2H Stats | IPL 2020 Match 5 | The SportsRush

তাদের স্পষ্ট বক্তব্য, অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া উচিত ইংরেজ ব্যাটসম্যান ইয়ন মর্গ্যানকে। ২০১৯ সালে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতেছেন। গত অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বুদ্ধিমত্তার অধিনায়কত্ব করিয়েছেন মর্গ্যান। পাশাপাশি কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাস্কারও চান দীনেশ কার্তিকের জায়গায় অধিনায়কত্ব করুন ইয়ন মর্গ্যান।

IPL 2020 - KKR vs MI: Eoin Morgan on the cusp of joining elite list of six hitters - cricket - Hindustan Times

যদিও প্রথম ম্যাচে হারের পরেই রাতারাতি অধিনায়কত্ব বদলের সিদ্ধান্ত নেবে না কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট।তবে আজকের এই হার সাবধানবাণী হয়ে রইল দীনেশ কার্তিকের জন্য। হয়ত আগামী ম্যাচে কিছুটা অধিনায়কত্বের ভার পেতেও পারেন মর্গ্যান। যার দরুণ ধীরে ধীরে অধিনায়কত্বের দায়িত্ব দীনেশের কাঁধ থেকে সরাতে চাইছে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। এরপর আগামী শনিবার অর্থাৎ ২৬ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের পরের খেলা শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। সানরাইজার্সের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে নিজেদের দূর্বল ব্যাটিংকে কিভাবে ঠিক করবে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট, তারই আশায় রয়েছেন সমর্থকরা। পরপর দুটি হার নিশ্চই চাইবেন না তারা। আর তাই সবদিক সামলে মাঠে নামবে নাইটরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *