” মাস্ট উইন ” ম্যাচে রোববার ওয়াংখেড়েতে হেরে এবারের মতো আইপিএল থেকে ছুটি নিলো কলকাতা নাইট রাইডার্স, ম্যাচে কলকাতার হয়ে ” খলনায়ক ” এর ভূমিকা পালন করেছেন রবিন উথাপ্পা।টি টোয়েন্টি ম্যাচে যখন ওভারের সাথে রানের ছন্দ মিলিয়ে চলতে হয় ব্যাটসম্যানদের সেখানে গতকাল ম্যাচে রবিনের কোচ ৪০ বলে ৪৭ , যা নাইটদের স্কোর বোর্ড কে দুর্বল করে তুলেছিল।তাই স্বাভাবিক ভাবেই এদিন তীব্র জনরোষের শিকার হয়েছেন রবিন।ম্যাচে রবিনের ব্যাটিং ভাঁটা লক্ষ্য করা গেলেও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মিমের জোয়ার রবিন কে নিয়ে।কেউ কেউ তাকে এদিন মুম্বাই দলের ১২ নম্বর প্লেয়ার হিসেবে চিহ্নিত করেছে।
প্রসঙ্গত, এদিন প্রথমে ব্যাট করতে নেমে তেমন ভাবে ছন্দে দেখা যায়নি নাইট ব্যাটসম্যানদের, গত ম্যাচে দুরন্ত ছন্দে থাকা শুভমান গিল এদিন ম্যাচে মাত্র ৯ রান করেই ডাগ আউটে ফেরেন।এর পর শুরু হয় নাইট ব্যাটসম্যানদের ক্রিজে আসা যাওয়ার পালা।এর মাঝে আছে রবিন উথাপ্পার বিতর্কিত ৪৭ বলে ৪০ রানের ইনিংস , যা কেন্দ্র করে ইতিমধ্যে তীব্র বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে।গোটা আইপিএলে নাইটদের টিমটিমে আলোর মাঝে একমাত্র রোশনাই আন্দ্রে রাসেলও এদিন ব্যার্থ হয়েছে।ফিরেছেন শূন্য হাতে।এমন হতশ্রী ব্যাটিংয়ের শেষে ২০ ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ১৩৩ রান করে নাইটরা।যা মুম্বাইয়ের মতো প্রতিপক্ষ কে বেগ দেওয়ার মতো নয়।
জবাবে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি রোহিতদের।১৬.১ বলে এক উইকেট হারিয়ে ম্যাচ শেষ করে দেয় তারা।২৩ বলে ৩০ রানে ডি’কক আউট হলে রোহিত শর্মা এবং প্রাক্তন নাইট সূর্য কুমার যাদব মিলে ম্যাচ শেষ করে।রোহিত করেন ৪৮ বলে ৫৫ , অন্যদিকে যাদব ২৭ বলে ৪৬।কলকাতার হয়ে এইদিন একমাত্র উইকেট টি নেন প্রসৃদ্ধ কৃষ্ণ।
শেষ চারের শেষ দল হিসেবে সুযোগ পাওয়ার বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় ব্যাঙ্গালোর – হায়দ্রাবাদ ম্যাচের । ম্যাচে বিরাটরা সানরাইজার্স কে হারাতেই কলকাতার শেষ চারে যাওয়ার সম্ভাবনা দৃঢ় হয়ে ওঠে।যদিও আশঙ্কা একটা ছিলো ছিটকে যাওয়ার, এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রান রেটের বিষয়টি।+ ০.৫৭৭ রান রেটের দৌলতে আজ প্লে অফে হায়দ্রাবাদ, অন্যদিকে ম্যাচ হারার পর কলকাতার রানরেট দাড়ায় +০.০২৮।প্রসঙ্গত এদিন ম্যাচ জয়ের সুবাদে লিগ শীর্ষে শেষ করে মুম্বাই।
গতদিন কলকাতার হারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলে হায়দ্রাবাদবাসী।একটা মরে যাওয়া স্বপ্ন জীবন দান পায় রোহিত দের সৈজন্যে।ম্যাচ শেষে সানরাইজার্সের তরফে সুখবর পোস্ট করার সাথে সাথে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হায়দ্রাবাদ ভক্তরা মেতে ওঠে রোহিত বন্দনায়।একের পর এক মিম হয়ে ওঠে ভাইরাল।বহু সমর্থক আবার মুম্বাইয়ের একাধিক ক্রিকেটার কে জানায় ধন্যবাদ তাদের এদিনের ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্স এর জন্য।
প্রসঙ্গত, বুধবার বিশাখাপত্তনমে ” এলিমিনেটর ” এ মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এদিনের ম্যাচের জয়ী দল শুক্রবার মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস অথবা মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে যেকোনও একটি দলের।