বিশ্বকাপের আগে ভারতকে চ্যালেঞ্জ করলো পাকিস্তান ! পেলেন নতুন শোয়েব আকতার 1

পাকিস্তানের এক্সপ্রেস নামে পরিচিত শোয়েব আকতার, যিনি ঘন্টায় ১৫০ কিমি গতিতে বল করতেন। যাকে দেখার পর পাকিস্তানি ক্রিকেটমহল নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। তিনি আবার মাঠে ফিরে আসছেন। আসলে তিনি নন, তাঁর গতি অর্থাৎ ঘন্টায় ১৫০ কিমি . তরুণ এই ক্রিকেটারের নাম মোহাম্মদ হাসনাইন। পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাদিয়াওর্স টীমের পেশ বোলার পাক ক্রিকেটে ঝড় তুলেছেন। তাঁর বোলিং অ্যাকশন দেখে তাঁকে বোলিং বিস্ময় বলতে শুরু করেছেন অনেকেই।বিশ্বকাপের আগে ভারতকে চ্যালেঞ্জ করলো পাকিস্তান ! পেলেন নতুন শোয়েব আকতার 2হাসনাইনের বোলিং লেন্থের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। পিএসএলের একটি ম্যাচে তিনি করলেন কামাল, ঘন্টায় ১৫১ কিমি গতিতে বল করে নজির গড়লেন। পিএসএলে এখনও পর্যন্ত ১৫০ কিমি প্রতি ঘন্টায় বোলিংয়ের রেকর্ড রয়েছে, যা হাসনাইন ভেঙ্গে দিলেন। হাসনাইনের গতিতে মুগ্ধ শোয়েব মালিক। উচ্চতা ও ফিটনেসের জন্যই হাসনাইন এমন জোরে বোলিং করতে পারছেন বলে মনে করেন তিনি। এছাড়া হাসনাইনের ফিল্ডিং সাজানোর দক্ষতাও প্রশংসা পাওয়ার যোগ্য। ওভারের প্রতিটা বলের গতি ১৪০ এর উপর। সবাই নিজের মতো করে এ তরুণ ক্রিকেটারের প্রশংসা করলেও শোয়েব আকতার এই বিষয় নিয়ে কিছু বলেননি।

#এখনে দেখেনিন সেই ভিডিও 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *