প্রথম রান করতেই মহেন্দ্র সিং ধোনি গড়লেন ইতিহাস, এমনটা করা হলেন প্রথম উইকেটকিপার

সমস্ত দেশের যা নিয়ে দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা ছিল, অবশেষে সেদিন এসেই গেলো। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তণ অধিনায়ক আর সর্বশ্রেষ্ঠ উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে খেলে একদিনের ক্রিকেটে নিজের দশ হাজার রান পূর্ণ করে ফেললেছেন। হ্যাঁ, এমএস ধোনি ওয়ানডে ক্রিকেটে নিজের ১০ হাজার রানের সংখ্যা ছুঁয়ে ফেলেছেন। আপনারা ভাবছে এটা কি করে সম্ভব। ধোনির দশ হাজার রান গত বছর তো ইংল্যান্ডের বিরুদ্ধেই পূর্ণ হয়ে গিয়েছিল।

হলেন দশ হাজারি

প্রথম রান করতেই মহেন্দ্র সিং ধোনি গড়লেন ইতিহাস, এমনটা করা হলেন প্রথম উইকেটকিপার 1
Indian cricket captain Mahendra Singh Dhoni looks on during a training session of the Indian cricket team in Mohali on September 29, 2010. India will play two test and three One Day International (ODI) against Australia starting from October 1. AFP PHOTO/Dibyangshu SARKAR (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

কিন্তু এটাই সত্যি… আসলে এমএস ধোনি ভারতীয় দলের হয়ে খেলে ওয়ানডেতে নিজের ১০ হাজার রান আজই পূর্ণ করে ফেলেছেন। সিডনি ওয়ানডে ম্যাচের আগে ধোনির নামে ৩২৯টি একদিনের ম্যাচে মোট ৯৯৯৯ রান ছিল, আর আজ মাত্র এক রান করতেই টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের নাম চিরস্থায়ী ইতিহাসের পাতায় লেখা হয়ে গেলো।
আপনাদের সকলকে জানিয়ে দিই ২০০৬-০৭ এ মহেন্দ্র সিং ধোনি তিনটি ওয়ানডে ম্যাচ এশিয়া ইলেভেনের হয়ে খেলেছিলেন আর সেই সময় তিনি ১৭৪ রান করেহচিলেন। আজ এক রান করার সঙ্গেই ধোনি ভারতীয় দলের হয়ে দশ হাজার রান করা ব্যাটসম্যানও হয়ে গিয়েছেন।

এদের ক্লাবে হলেন শামিল
প্রথম রান করতেই মহেন্দ্র সিং ধোনি গড়লেন ইতিহাস, এমনটা করা হলেন প্রথম উইকেটকিপার 2

ধোনি দেশের হয়ে এই উপলব্ধী হাসিল করা মোট পঞ্চম এবং উইকেটকিপার হিসেবে সর্বপ্রথম খেলোয়াড় হলেন। এমএস ধোনির আগে আজ পর্যন্ত কোনো উইকেটকিপার এই সংখ্যাকে ছুঁতে পারেনি।

খেলোয়াড়দের নাম            ম্যাচ            ওয়ানডে রান
শচীন তেন্ডুলকর              ৪৬৩              ১৮৪২৬
সৌরভ গাঙ্গুলী                ৩০৮               ১১২২১
রাহুল দ্রাবিড়                 ৩৪০               ১০৭৬৮
বিরাট কোহলি                ২১৭               ১০২৩৫
মহেন্দ্র সিং ধোনি             ৩৩০                ১০০০০
নোট: এই সমস্ত খেলোয়াড় এই সংখ্যা দেশের হয়ে ওয়ানডে খেলে ছুঁয়েছেন।

প্রথম রান করতেই মহেন্দ্র সিং ধোনি গড়লেন ইতিহাস, এমনটা করা হলেন প্রথম উইকেটকিপার 3
India’s Mahendra Singh Dhoni plays a shot during the fourth one-day international cricket match against New Zealand in Ranchi, India, Wednesday, Oct. 26, 2016. (AP Photo/Rajanish Kakade)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *