আইপিএল ১২তম আসরের সফল টিমের মধ্যে অন্যতম ধোনির চেন্নাই সুপার কিংস ৷ গতকাল ১৮ তম ম্যাচে ২২ রানে পাঞ্জাবকে হারিয়ে দেয় ধোনির পাল্টান ৷ টস জিতে প্রথমে ব্যাট করতে নামেন চেন্নাই ৷ তিন উইকেট হারিয়ে ১৬০ রান করেন তারা ৷ অন্যদিকে পাঞ্জাব ১৩৮ রানে গুটিয়ে যায় ৷ আর এর পুরো কৃতিত্বটাই দিতে হবে কিংবদন্তী অফস্পিনার হরভজন সিংকে ৷ চলতি আইপিএলে তিনি যেমন দুরন্ত ফর্মে রয়েছেন, তাতে বিশ্বকাপ ২০১৯ পেতে পারেন দলে জায়গা ৷ কালকের ম্যাচে চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নেন তিনি ৷তবে যাই বলুন না কেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর পরের দৃশ্য টি ছিল দেখার মতো ৷ বাচ্চারা সবসময় কিউটই হয়, আর তাদের সাথে মজা করতে ধোনি কোনো দিনই পিছিয়ে থাকেন না ৷ এমনটাই দেখা গেল কালকে, চেন্নাই সুপার কিংসের লেগ স্পিনার ইমরান তাহিরের ছেলের সঙ্গে খুনসুঁটিতে মাতলেন ক্যাপ্টেন কুল ৷ শুধু কি ইমরান তাহিরের ছেলে, সঙ্গে ছিলেন শেন ওয়াটসনের ছেলেও ৷ মজার ছলে দৌড়তে দৌড়তে পৌঁছালেন ক্রিজের কাছাকাছি ৷
#দেখে নিন সেই ভিডিও
Jr. #ParasakthiExpress and Jr. Watto having a sprint face-off and a lightning joins them! Priceless! @msdhoni #JustThalaThings #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/bIGEgedZYW
— Chennai Super Kings (@ChennaiIPL) April 6, 2019